শিক্ষক দিবসের মঞ্চ থেকে শিক্ষক বদলি ও পে প্রটেকশনের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

Published On:

বৃহস্পতিবার শিক্ষক দিবস উপলক্ষে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষকদের নিয়ে শিক্ষারত্ন সম্মান প্রধান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্যের শিক্ষার পরিকাঠামো সহ শিক্ষা খাতে একাধিক সুযোগ সুবিধার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের শিক্ষাক্ষেত্রে যাতে গোটা বিশ্বের কাছে সমাদৃত হয় তার জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন, সে প্রসঙ্গেও বলেন তিনি পাশাপাশি কন্যাশ্রী বিশ্বশ্রী পরিণত হয়েছে এই বিষয়ে গর্বিত মুখ্যমন্ত্রী শিক্ষকদের কৃতিত্বের কথাও বলেন৷

সমাজ গঠনের অন্যতম কারিগর শিক্ষকদের এ দিন শিক্ষক দিবসের মঞ্চ থেকেই এক বিশেষ সুযোগ দেওয়ার কথা ঘোষণা করেন আর তা হলেও বদলি৷ ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় দেখা যায় এক জেলার শিক্ষক অন্য জেলায় চাকরি করতে যাচ্ছেন সে ক্ষেত্রে বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয় তাঁদের৷ এ প্রসঙ্গে বলতে গিয়ে শিক্ষক বদলির বিষয় এবং প্রমোশনের বিষয়ে রাজ্যের শিক্ষা দফতর এবং শিক্ষামন্ত্রীকে বিবেচনা করে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি শিক্ষকদেরও নিজেদের সমস্যা মিটিয়ে নেওয়ার কথা জানিয়েছেন৷ একই সঙ্গে এ দিন রাজ্যের শিক্ষা দফতরকে শিক্ষকদের পে প্রটেকশন দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

তবে শুধু শিক্ষকদের বিশেষ সুবিধায় দেওয়া নয়, তাঁদের নিজেদের অ্যাডজাস্টমেন্টের পরামর্শও দিয়েছেন৷ কোনও স্কুলে যদি পড়ুয়ার সংখ্যা বেশি হয় অথচ শিক্ষকদের সংখ্যা কম হয় সেক্ষেত্রে অন্য স্কুলের শিক্ষকদের সেখানে পড়ুয়াদের পুড়িয়ে দিয়ে আসার কথা জানিয়েছেন৷ এ দিন নোট আশিজন শিক্ষকের হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী৷ স্মারক তুলে দেওয়ার পাশাপাশি শিক্ষকদের থেকে আরও উন্নতির আশা রেখেছেন মুখ্যমন্ত্রী৷

X