বাংলা হান্ট ডেস্ক : এত দিন অবধি অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এমন কি বাংলায় গেরুয়া বাহিনী এনআরসি চালু করবে বলে উদ্যত হলে তাঁর প্রতিবাদে মিছিলেও হেঁটেছেন তিনি কিন্তু এ বার অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ নিয়ে 180 ডিগ্রী ঘুরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ না বিজেপি নয় অসমের নাগরিক পঞ্জি নাকি শুরু হয়েছিল কংগ্রেস আমলে দিল্লি সফর থেকে ফিরেই এমনই বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার রাজ্যে ফিরে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অসম চুক্তি হয়েছিল যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তাই কংগ্রেসের আমলেই সে রাজ্যে এনআরসি হয়েছিল৷
পাশাপাশি সিপিএম কে তোপ দেগে কংগ্রেস এবং সিপিএম অপপ্রচার করবে বলেও জানান তিনি একই সঙ্গে এনআরসি ক্ষেত্রে বাংলার প্রশ্ন আসে না এবং বাংলায় এনআরসি হবে না এমনটাও বলেন তিনি৷ এখানেই থেমে থাকেননি, বক্তব্য সংযোজন করে তিনি বলেন, “এনআরসির জন্য বলতে গেলাম বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে পড়ে তাই বলে এলাম দিল্লি গিয়ে”৷ শুধু বাংলায় এনআরসি চালু হবে না এমনটাই বলেননি এর সঙ্গে রাজ্যবাসীকে আশ্বস্ত করেছেন তিনি পাশাপাশি বাংলায় ভোটার তালিকায় নাম তোলা নিয়ে যে গুজব ছড়িয়েছে তার বিরুদ্ধেও নিন্দা জানিয়েছেন৷
উল্লেখ্য রাজ্যের দাবি দাওয়া সংক্রান্ত বিভিন্ন আলোচনার জন্য মঙ্গলবার দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয় তাঁর৷ বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী এনআরসি অসমের বিষয় বলে উল্লেখ করেছিলেন৷ এর পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও সাক্ষাত্ করেন তিনি এবং সেখানে পশ্চিমবঙ্গের এনআরসি নিয়ে কোনো কথা হয়নি বলে জানান, পাশাপাশি অসমের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া 19 লক্ষ্য মানুষের কথা বলতে গিয়ে ভারতীয়দের সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি৷