রাজ্যে সরকারি চাকরির অধিকার শুধুমাত্র রাজ্যের মানুষেরই থাকবে, নতুন নিয়ম আনছে এই রাজ্যের সরকার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) সরকারি চাকরি নিয়ে আগামী দিনে নতুন নিয়ম লাগু হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, রাজ্যবাসীদের রাজ্যে পাওয়া সরকারি চাকরিতে প্রাথমিকতা দেওয়া হবে, অথবা রাজ্যের যুবদেরই রাজ্যের সরকারি চাকরি দেওয়া হবে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) মঙ্গলবার এই নিয়ম লাগু করার সঙ্কেত দিয়েছেন।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, ‘রাজ্য সরকার আজ এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রদেশে সরকারি চাকরি কেবল রাজ্যের যুব সমাজকেই দেওয়া হবে আর এর জন্য আমরা আবশ্যক আইনি পদক্ষেপ নিতে চলেছি।”

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে মন্ত্রী আরও বরিষ্ঠ আধিকারিকদের সাথে বৈঠক করেন। ওই বৈঠকে তিনি ১৫ ই আগস্টে করা নিজের ঘোষণা গুলোকে বাস্তবায়িত করার নির্দেশ দেন।

জানিয়ে দিই, এর আগে রাজ্যের কমলনাথ সরকার ৭০ শতাংশ রোজগার স্থানীয়দের দেওয়া অনিবার্য করেছিল। ক্মলনাথ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যে চলা শিল্পদ্যোগে ৭০ শতাংশ চাকরি স্থানীয়দের দিতে হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী, শিল্পপতিরা যদি রাজ্যের ৭০ শতাংশ যুবদের চাকরি দেয়, তাহলেই তাঁদের জন্য বিশেষ সুবিধা আর কর ছাড় দেওয়া হবে।

X