বাংলা হান্ট ডেস্ক : সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্তে তৃণমূল সরকারের মুখপত্র জাগো বাংলার নাম জুড়েছে৷ শনিবার মহালয়ার দিন কলকাতার নজরুল মঞ্চে জাগো বাংলার উত্সব সংখ্যাপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সারদা কেলেঙ্কারিতে জাগো বাংলা পত্রিকার নাম জোড়ায় এ বার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একটি না হলে দুটি বিজ্ঞাপন নেওয়ার কারণে রোজ জাগো বাংলাকে বিব্রত করা হচ্ছে এমনটাই বলেন তিনি৷
সারদা কেলেঙ্কারির তদন্ত দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে সিবিআই তদন্তে তৃণমূলের মুখপত্র জাগো বাংলার নাম উঠতেই রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে সারদার অ্যাকাউন্ট তৃণমূলের মুখপত্রে কী ভাবে গেল কেই বা নিয়ে গেল? এই সব প্রশ্নের উত্তর পেতে চেয়েছে সিবিআই৷ এ ছাড়াও এই অ্যাকাউন্টের টাকা কোথায় গেল? কোন খাতে ব্যবহার করা হলেও এই সমস্ত প্রশ্নের জবাব খুঁজতে মরিয়া সিবিআই আধিকারিকরা৷
যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি মুখ্যমন্ত্রী৷ তবে ডেরেক ও ব্রায়েনকে জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ্যমন্ত্রী মুখ না খুললেও সারদা কেলেঙ্কারির সময় পত্রিকার সম্পাদক ছিলেন সুব্রত বক্সি৷ শনিবার মহালয়ার দিন নজরুল মঞ্চে জাগো বাংলার উত্সব সংখ্যা প্রকাশ করার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাগো বাংলা পত্রিকা কখনও বিজ্ঞাপনে চলেনি বলেই দাবি করেন পাশাপাশি গণশক্তি পত্রিকার প্রসঙ্গ টেনে সেটি বিজ্ঞাপনেই চলে বলে দাবি করেছেন তিনি৷
এমন কি আট বছর তৃণমূলের শাসনকালে কখনও সরকারি বিজ্ঞাপন জাগো বাংলায় দিতে দেননি মুখ্যমন্ত্রী এমনটাও বলেন তিনি তবে একটি না হলে দুটি বিজ্ঞাপনের জন্য যে ভাবেই রোজ রোজ বিব্রত করা হচ্ছে তাতে যথেষ্টই ক্ষুব্ধ বলে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীকে৷ জাগো বাংলা পত্রিকার লেখকদের ভূয়সী প্রশংসা করে তাঁরা বিনা মূল্যে নিজের মতো করে পত্রিকায় লেখেন বলে জানান তিনি৷ পাশাপাশি অনেকেই জাগো বাংলা পত্রিকা কারোর কুত্সা করে না এমনও মন্তব্য শুনেছেন তিনি বললেন মুখ্যমন্ত্রী৷