মহারাষ্ট্রে রাজনৈতিক অস্থিরতার মধ্যে আজ প্রধানমন্ত্রী মোদীর সাথে সাক্ষাৎ করছেন উদ্ভব ঠাকরে

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে (Uddhav Thackeray) আজ শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সাথে নয়া দিল্লীতে সাক্ষাৎ করবেন। বিজেপির (BJP) সাথে জোট ভাঙার পর এটা প্রধানমন্ত্রী মোদীর সাথে উদ্ভব ঠাকরের দ্বিতীয় সাক্ষাৎ। শিবসেনার (Shiv Sena) মুখপাত্র সঞ্জয় রাউত ট্যুইট করে জানান, উদ্ভব ঠাকরে আর প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎ শুধুমাত্র সৌজন্যতার খাতিরেই হচ্ছে, এই সাক্ষাতের গভিরতা খোঁজার কোন দরকার নেই।

শিবসেনা আর বিজেপির সাথে জোট ভাঙার পর প্রধানমন্ত্রী মোদীর সাথে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে প্রথমবার সাক্ষাৎ করেন পুনের পুলিশ মহানির্দেশক পরিষদের অনুষ্ঠানে। সেখানে প্রথা অনুযায়ী উদ্ভব ঠাকরে বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানিয়েছিলেন। কিন্তু এরপর এই দুজনের মধ্যে আরও কোন অফিসিয়ালি সাক্ষাৎ হয়নি।

বেশিরভাগ ক্ষেত্রে কোন রাজ্যে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী কয়েকদিনের মধ্যে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে রাজ্যের সমস্যার কথা তুলে ধরেন। উদ্ভব ঠাকরেও মুখ্যমন্ত্রী হওয়ার পর বলেছিলেন যে, তিনি খুব শীঘ্রই বড় ভাই প্রধানমন্ত্রী মোদী সাথে দেখা করবেন, কারণ মোদীজি আমাকে ছোট ভাই বলে মানেন।

প্রধানমন্ত্রী মোদীর সাথে উদ্ভব ঠাকরের এই সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী মোদীর সাথে এই সাক্ষাতে উদ্ভব ঠাকরে রাজ্যের কৃষকদের ঋণ মুকুব সমেত রাজ্যের অনেক সমস্যা এবং যোজনার জন্য কেন্দ্র সরকারের কাছে সাহায্য চাইতে পারেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর