৮০০ কিমি হারবাল বেল্ট তৈরি করবে যোগী সরকার, রাস্তায় দুইপাশে থাকবে ওষুধি গুনাগুন সম্পন্ন গাছ

বাংলাহান্ট ডেস্ক :উত্তর প্রদেশের(uttarpradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi aditwanath)সরকার রাস্তার দুপাশে ঔষধি ও ভেষজ গাছের দ্বারা তৈরী বেল্ট হিসাবে 800 কিলোমিটার গাছের রাস্তা তৈরী করবে।এই গাছগুলি ওষুধের জন্য কাঁচামাল সরবরাহ করবে এবং জমির ক্ষয় রোধেও সহায়তা করবে।এই ভেষজ রাস্তাগুলিতে পিপাল, নিম, সাহজানের পাশাপাশি ব্রাহ্মী, অশ্বগন্ধা ও যাত্রোফার মতো অন্যান্য ভেষজ গাছ রয়েছে।

IMG 20200530 WA0065

আরও বিশেষ সুবিধা দেবে এই ভেষজ গাছ

৮০০ কিলোমিটার রাস্তাটি জাতীয় ও রাজ্য মহাসড়কের পাশ দিয়ে রাষ্ট্রের মধ্য দিয়ে যাবে এবং এর সাথে ভেষজ উদ্যানটি বায়ুকে দূষণ, ব্যাকটেরিয়া মুক্ত রাখবে এবং অন্যান্য রোগকে উপশম করবে। এই প্রকল্পটি এলাকার উন্নয়ন ও সৌন্দর্য্যকরণ উভয়ই সহায়তা করবে এবং প্রচারিত বায়ো বৈচিত্র্যের পাশাপাশি ঔষধি সুবিধাও বয়ে আনবে।এর পাশাপাশি পিডব্লিউডি বিভাগ এই ভেষজ রাস্তাগুলিতে বৃষ্টির জল পুনঃচার্জিং করারও ব্যবস্থা করবে।

সম্পর্কিত খবর