মুখ্যমন্ত্রীর বুদ্ধি ভ্রংশ হচ্ছে, ১০ টা প্রশান্ত কিশোর আসলেও তাঁকে বাঁচাতে পারবে নাঃ রূপা গাঙ্গুলি

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রীর বুদ্ধি ভ্রংশের মন্তব্য করলেন বিজেপি (BJP) সাংসদ রূপা গাঙ্গুলি (Roopa Ganguly)। সংকটের সময়ে জেনে শুনে মুখ্যমন্ত্রী মানুষের ক্ষতি করছেন বলেও অভিযোগ রূপার। এর পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, ওরকম ১০ টা প্রশান্ত কিশোরকে বাংলায় ডেকে আনলেও, তিনি কিন্তু রক্ষা পাবেন না।

rupa

   

সম্প্রতি কার্গো বিমানে করে প্রশান্ত কিশোরের কলকাতায় আসা নিয়ে, সরব হয়েছেন সিপিএম সমর্থকরা। এমনকি এই ঘটনার সাথে কেন্দ্রের যোগসাজশ রয়েছে বলেও তারা অভিযোগ করেন। তবে আদেও কার্গো বিমানে চেপে প্রশান্ত কিশোর কলকাতায় এসেছেন কিনা তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। আবার এই বিষয়ে মুখ খুলেছেন বিজেপি সাংসদ রূপা গাঙ্গুলি। তিনি অভিযোগ করেছেন, এই লকডাউনের মধ্যেও অনেক ট্রাক যাতায়াত করছে। তো রাজ্য সরকার চাইলে কোন একটি ট্রাকে পাগরি পরিয়ে প্রশান্ত কিশোরকে দিল্লী থেকে কলকাতায় আনতেই পারেন।

এখানেই থেমে যাননি বিজেপির এই সাংসদ, তিনি আরও অভিযোগ করেন, ‘মুখ্যমন্ত্রী তাঁর বুদ্ধি হারাচ্ছেন। নাহলে এই করোনা (COVID-19) সংকটের পরিস্থিতির মধ্যে যদি মৃত্যুর সংখ্যা কমই আছে, তাহলে লকডাউনের মধ্যে কেন এতগুলো টাকা খরচা করে প্রশান্ত কিশোরকে আনা হল। রাজ্যের সব সাংসদ, বিধায়কদের সাথে তো তিনি মিটিং করতেও পারতেন। সারাক্ষণ রাজনীতি নিয়ে না ভাবে, কোন গঠনমূলক চিন্তাও করতে পারেননা মুখ্যমন্ত্রী। প্রশান্ত কিশোর কি এই সামান্য বুদ্ধিটুকুও তাঁকে দেননি?’

roopa ganguly 20161021 600 855

মুখ্যমন্ত্রীর কাজ নিয়ে কটাক্ষ করার পর ত্রাণ বিলি নিয়েও সমালোচনা করতে ছাড়েননি তিনি। তিনি রেশন বিলিতে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেছেন। এমনকি কেন্দ্র থেকে দেওয়া ত্রাণের ব্যাগে মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে বিলি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর