” কার্টুন নেটওয়ার্ক” কে চললো ” স্ট্রিপটিজয়”, অবাক গোটা বিশ্ব !

Published On:

 

বাংলা hunt ডেস্ক : সম্প্রতি গোটা বিশ্বের একাধিক দেশ, জার্মানি থেকে ব্রাজিল , ইতালি থেকে মেক্সিকো।একটি ঘটনা চান্চল‍্য ছড়িয়েছে গোটা বিশ্বে।নিজেদের ছোট ছেলে মেয়েদের কার্টুন চ‍্যানেল চালিয়ে দিয়ে ভিড়মি খেলেন বাবা – মা।কোথায় কার্টুন ? টিভির পর্দা জুড়ে তখন অবাধ বিচরন করছে ব্রাজিলের হিপহপ গান থেকে শুরু করে স্ট্রিপ টিজের ভিডিও।

 

ঘটনাটি প্রকাশ‍্যে আসতেই গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে চান্চল‍্য।চ‍্যানেল এমন ভিডিও দেখানোয় তীব্র ক্ষোভের সন্চার হয় অভিভাবকদের।এদিকে এমন ঘটনা প্রকাশ‍্যে আসতেই তদন্তে নামে কার্টুন সংস্থা।

তাদের তরফে জানানো হয় হ‍্যাক হয়েছে তাদের নেটওয়ার্ক ,শুধু মাত্র তাই নয় হ‍্যাক করা হয়েছে প্রায় ছয়টি দেশের এই সংশ্লিষ্ট চ‍্যানেলের ওয়েবসাইট।তদন্তে নেমে জানতে পারা যায় ব্রাজিল এবং রাশিয়া থেকে এই কাজটি সম্পন্ন করা হয়েছে।

X