ট্রেনে শ্লীলতাহানি! যাত্রীরা বেদম পেটাল মুসলিম ব্যক্তিকে! ‘জয় শ্রীরাম’ না বলায় মার, মিথ্যা দাবি ওই ব্যক্তির

Published On:

বাংলা হান্ট ডেস্ক : উত্তরপ্রদেশে (Uttar Pradesh) আবারও ঘটল হিংসার ঘটনা। ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে রাজি না হওয়ায় এক যুবককে বেধড়ক পেটানো হল। তারপর চলন্ত ট্রেনের মধ্যে নগ্ন করা হয় তাঁকে। এ ঘটনা প্রকাশ্যে আসতেই তুমুল বিতর্ক শুরু হয়েছ দেশ জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তদন্তে যা উঠে আসছে তা প্রচার পাওয়া ঘটনার সম্পূর্ণ উলটো।

পুলিস সূত্রে খবর, বছর ৪৬-এর অসীম হুসেন মুরাদাবাদের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় পদ্মাবত এক্সপ্রেসে চেপে নয়াদিল্লি থেকে নিজের বাড়ি ফিরছিলেন। তাঁর অভিযোগ, হঠাৎ ট্রেনের মধ্যে দুই যুবক তাঁর দাড়ি ধরে টানাটানি শুরু করেন। এরপর জোর করে তাঁকে ধর্মীয় স্লোগান দিতে বলা হয়। তিনি রাজি হননি। ওই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় একটি বেল্ট দিয়ে অসীমকে মারধর করা হচ্ছে। সেই ভিডিও দেখেই ট্রেনের ওই কমপার্টমেন্টে পৌঁছায় পুলিস। দুই অভিযুক্ত সতীশ কুমার ও সুরজ কুমারকে গ্রেফতার করা হয়। অন্যান্য যাত্রীরা ও অসীমের অভিযোগের ভিত্তিতেই দু’জনে গ্রেফতার হয়।

পুলিস সূত্রে জানা যাচ্ছে, অভিযুক্ত ২৩ বছরের সতীশ ও বছর ২৫-এর সুরজ প্রতাপগড়ে শ্রমিকের কাজ করে। ঘটনার ২৪ ঘণ্টা পর রেল কর্তৃপক্ষের তরফ থেকে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। মুরাদাবাদ রেলের আধিকারিক দেবী দয়াল জানান দুই অভিযুক্তকে আদালতে তোলা হয়। তবে তারা জামিন পেয়ে গিয়েছে।

নির্যাতিত অসীম জানান মুরাদাবাদ স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে। তাঁকে জোর করে জয় শ্রীরাম স্লোগান দিতে বলা হয়। এরপরই মারধর করে তাঁর কাছ থেকে ২,২০০ টাকাও কেড়ে নেয় অভিযুক্তরা। এর পর তদন্তে যা উঠে আসে তা অসীমবাবুর বয়ানের সম্পূর্ণ উলটো। তদন্তে নেমে পুলিস জানতে পারে, দাড়ি টানা ও ধর্মীয় স্লোগান বলানোর যে অভিযোগ অসীম করেছেন, তা একেবারেই মিথ্যে। ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে, ট্রেনে এক মহিলা অসীমের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন। তারই প্রতিবাদে কয়েকজন যাত্রী তাঁকে বেধড়ক পেটায়।

X