তড়তড়িয়ে এগোচ্ছে ভারতের বুলেট ট্রেন তৈরীর কাজ! কোচ, আসন ব্যবস্থা শুনলে হাঁ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবং যাত্রীদের অত্যাধুনিক পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে একের পর এক দুর্দান্ত প্রকল্প নিয়ে এসেছে ভারতীয় রেল (Indian Railways)। বুলেট ট্রেন সেই পরিকল্পনাগুলোর মধ্যে অন্যতম। বলা বাহুল্য, এই ট্রেনকে কেন্দ্র করে উদ্দীপনার শেষ নেই জনসাধারণের মধ্যেও।

জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) এই স্বপ্নের বুলেট ট্রেন তৈরীর পরিকল্পনায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে জাপান। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, বন্দে ভারত এক্সপ্রেসটি দেশীয় প্রযুক্তিতে তৈরি হলেও বুলেট ট্রেন পুরোপুরি ভাবে জাপানি প্রযুক্তির ট্রেন হতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ অথবা ২০২৭ সালেই ভারতের মাটিতে চলবে বুলেট ট্রেন।

সূত্রের খবর, ভারতের আবহাওয়ার কথা মাথায় রেখেই এই বুলেট ট্রেন তৈরীর কাজ চলছে। সেক্ষেত্রে এই ট্রেনের কোচগুলি গরম ও ধূলোবালির মধ্যেও টিকে থাকতে পারবে বলে মনে করা হচ্ছে। এককথায় বলতে গেলে, E5 সিরিজ শিনকানসেন ট্রেনের কোচগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ভারতের প্রথম বুলেট ট্রেনের গতিবেগ হবে ঘন্টায় ৩২০ কিলোমিটার।

mumbais under sea tunnel for bullet train 1500x785.jpg

ইতিমধ্যেই, ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHRCL) এর তরফ থেকে বুলেট ট্রেন সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে। ভারতের প্রথম বুলেট ট্রেনগুলিতে ১০টি কোচ থাকবে এবং ৬৯০ জন যাত্রী একসঙ্গে চড়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করতে পারবেন। ঘন্টায় ৩২০ কিলোমিটার করে গতি থাকবে বলেই জানা গিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, বুলেট ট্রেন চালানোর জন্য মুম্বাই আমেদাবাদের মধ্যে যে করিডর তৈরি করা হচ্ছে তার খরচ ১.৬ লক্ষ কোটি টাকা।

 


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর