এবার আইপিএলে সবথেকে ভালো পারফরম্যান্স করছে ভারতবর্ষের শতাব্দী প্রাচীন জাতীয় ক্লাব মোহনবাগান। প্রত্যেক ম্যাচেই যেন এক অন্য ভূমিকায় পাওয়া যাচ্ছে মোহনবাগান ফুটবলারদের। মোহনবাগান দলের প্রত্যেকটি খেলোয়াড় এই মুহূর্তে দায়িত্ব নিয়ে খেলছেন এবং ম্যাচ জিতে মাঠ ছাড়ছেন। এই মুহূর্তে 10 ম্যাচে 23 পয়েন্ট নিয়ে লীগ টেবিলে সবার উপরে মোহনবাগান। এরপরে ভাবা হচ্ছে আই লিগের এই মাসের সেরা কোচ অর্থাৎ “কোচেস অফ দ্যা মন্থ” আর কেউ নয় তিনি মোহনবাগান কোচ কিবু ভিকুনা।
এই প্রসঙ্গে মোহনবাগান কোচ কিবু ভিকুনাকে প্রশ্ন করা হলে তিনি বলেন “কোচেস অফ দ্যা মন্থ” নাকি বলতে পারব না, তবে আমি চেষ্টা করি সব সময় দল যাতে ভালো খেলে। দলের জয়টায় আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বাকি সবকিছু আবছা। এই মুহূর্তে মোহনবাগান দল দুর্দান্ত ফুটবল খেলছে সেই জন্য সাজঘরে সবসময় একটা হাসি খুশি মেজাজ। মোহনবাগান কোচ থেকে শুরু করে প্লেয়ার সকলের মুখে একটাই কথা দলগত পারফরম্যান্স। কেউই নিজের ক্রেডিট নিতে চান না সকলেই চান আমরা যাতে দলগতভাবে ম্যাচ জিতি এবং দল যাতে সাফল্য পায়। এছাড়াও এই মুহূর্তে মোহনবাগান দারুন পারফরম্যান্স করায় রোজই ক্লাববে কর্তারা মাঠে আসছেন এছাড়াও ক্লাবের অনেক পুরোনো ফুটবলাররা মাঠে এসে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করছেন।
তবে মোহনবাগান কোচ কিবু ভিকুনা লিগের মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে আত্মতুষ্টিতে ভুগতে নারাজ। তিনি জানিয়েছেন এই মুহূর্তে আই লিগের কম্পিটিশন খুবই হাড্ডাহাড্ডি হচ্ছে। একে অপরের থেকে খুব একটা পিছিয়ে নেই। তাই এখনই আমরা কোনো ভাবে আত্মতুষ্টিতে ভুগতে চাইছি না। কারণ প্রথম লিগে প্রত্যেক দলই সকলকে দেখে নিয়েছে, তাই দ্বিতীয় লিগে যে লড়াই আরও জোরদার হবে সেটাই তিনি বোঝাতে চাইছেন।