IPL-এর ইতিহাসে সবচেয়ে সফল এই ৪ কোচ! তালিকায় মাত্র ১ ভারতীয়

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আমরা সাধারণত আইপিএলের সবচেয়ে সফল অধিনায়ক, দল, ব্যাটার, বোলারদের নিয়ে আলোচনা করে থাকি। কিন্তু আমরা সাধারণত আইপিএলের মঞ্চে কার কোচিংয়ে দলগুলি সফলতা পাচ্ছে সেই ব্যাপারটা অবজ্ঞা করে থাকি। আইপিএলের ইতিহাস এমনটাই বলছে একজন কোচকে বেশিদিন সুযোগ দেওয়া দলগুলি বেশি সফল হয়েছে এই টুর্নামেন্টের মঞ্চে। আজকে আমাদের প্রতিবেদনে আলোচ্য বিষয়ও এইটি।

আশীষ নেহেরা: একসময় আরসিবির বোলিং কোচের দায়িত্বে থাকা বিশ্বজয়ী প্রাক্তন ভারতীয় পেসার ২০২২ সাল থেকে নতুন ফ্র‍্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের দায়িত্বে রয়েছেন। তার নেতৃত্বে দু’বছরের মধ্যেই অভাবনীয় সাফল্য পেয়েছে গুজরাট। দুইবার তারা লিগ চ্যাম্পিয়ন হয়েছে। দুটি আইপিএলেই দল ফাইনালে পৌঁছেছে। ভবিষ্যতে অনেকদিন তিনি এই দলের দায়িত্বে থাকবেন এমনটা আশা করা যায়।

ট্রেভর বেইলিস: ট্রেভর বেইলিস ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল কোচদের মধ্যে একজন। তিনি কলকাতা নাইট রাইডার্স দলের কোচ ছিলেন বেশ কিছুদিন। তার কোচিংয়ে ২০১২ এবং ২০১৪ সালে আইপিএল ট্রফি জিতেছিল গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কেকেআর। বেইলিস ও গম্ভীরের জুটি কেকেআরের সাফল্যের সবচেয়ে বড় কারণ।

মাহেলা জয়াবর্ধনে: শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে অধিনায়ক বা ক্রিকেটার হিসেবে আইপিএল ট্রফি জিততে পারেননি। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে তিনি দারুণ সাফল্য অর্জন করেন। জয়াবর্ধনে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির কোচের দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালে চার বছরের মধ্যে ৩ বার আইপিএল জিতেছে দলটি তার কোচিংয়ে।

স্টিফেন ফ্লেমিং: তিনটির বেশি আইপিএল ট্রফি জেতা একমাত্র কোচ হলেন কিউয়ি সুপারস্টার স্টিফেন ফ্লেমিং। ২০০৯ মরশুম থেকে আজ অবধি তিনি চেন্নাই সুপার কিংস দলের প্রধান কোচের দায়িত্ব পালন করে চলেছেন। ফ্লেমিং সুপার কিংসকে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছিল।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর