কয়লা-গরু পাচারের ‘মূল হোতার’ বাবা-মা পালিয়েছেন বিদেশে! আদালতে বিস্ফোরক তথ্য দিল ED

বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার মামলায় (Coal Scam) নাম জড়িয়েছে বাংলার রাজনৈতিক নেতা সহ বহুজনার। গরু পাচার মামলায় (Cow Smuggling Scam) জেলবন্দি তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। এবার এই কয়লা এবং গরু পাচার মামলায় বড়সড় তথ্য ফাঁস করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorates)। আদালতে ইডির দাবি, এই দুই মামলায় অন্যতম মূল অভিযুক্তর বাবা – মা দু’জনেই দেশ ছেড়ে পালিয়েছেন।

দিল্লির বিশেষ আদালতে ইডির দাবি, কয়লা এবং গরু পাচার মামলায় অভিযুক্ত বিনয় মিশ্রর বাবা – মা দু’জনেই বিদেশে চলে গিয়েছেন। আদালতকে ইডি জানিয়েছে বিনয় এর মত তারাও ভানুয়াতু দ্বীপ রাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। তদন্তকারী সংস্থার আরও দাবি, বিনয় দেশ ছাড়ার আগেই ২০১৯ সালে তার মা ললিতা এবং পরের বছর ২০২০ সালে বিনয়ের বাবা তেজ বাহাদুর দেশ ছাড়েন।

   

শুধু বিনয়ই নয়, গরু পাচার মামলার আরও তিন প্রধান অভিযুক্ত হুমায়ুন কবির, জাহাঙ্গির আলম এবং মেহদি হাসানও দেশ ছেড়ে বিদেশে গা ঢাকা দিয়েছেন বলে সন্দেহ ইডির। সিবিআই সূত্রে খবর, বিনয়কে বাগে পেতে এবার ইন্টারপোলের সাহায্য নিচ্ছে তারা।

enforcement directorates

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি অতীত! রোজভ্যালি মামলার ‘ফাইনাল’ চার্জশিটে দেবের নাম, বড় তথ্য ‘ফাঁস’ করল CBI

ইতিমধ্যেই ভানুয়াতু দ্বীপ রাষ্ট্র কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়ম মেনেই বিনয়কে ২০২০ সালের নভেম্বর মাসে নাগরিকত্ব দেওয়া হয়। সমস্ত রকম নিয়ম মেনে, অতীত অপরাধের বিষয় খতিয়ে দেখে তাকে নাগরিকের অধিকার দেওয়া হয়। তবে যদি বিনয়কে এদেশের আদালত দোষী সাব্যস্ত করে তাহলে তার নাগরিকত্ব খারিজ করা হবে এমনটাই জানিয়েছে ভানুয়াতু দ্বীপ রাষ্ট্র কর্তৃপক্ষ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর