সুখবর! এবার এই কেন্দ্রীয় সংস্থায় দুর্দান্ত বেতনের চাকরির সুযোগ, এভাবে করুন আবেদন

বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য আনন্দ সংবাদ। জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে এবার কর্মী নিয়োগ (Recruitment) প্রক্রিয়া শুরু হবে। একাধিক পদে কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি অবশ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। আজকের প্রতিবেদনে এই চাকরি (Job) সংক্রান্ত বিস্তারিত বিবরণ অর্থাৎ পদের নাম, আবেদনের যোগ্যতা, বেতন সীমা, শূন্য পদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হল।

কোল ইন্ডিয়া লিমিটেডে (Coal India Limited) কর্মী নিয়োগ (Recruitment)

নিয়োগ: CIL অর্থাৎ কোল ইন্ডিয়া লিমিটেডের তরফে বহু কর্মীকে ম্যানেজমেন্ট ট্রেইনি বিভাগে কাজের সুযোগ দেওয়া হবে। চাকরিপ্রার্থীরা নিযুক্ত হবেন কমিউনিটি ডেভেলপমেন্ট, মার্কেটিং অ্যান্ড সেলস, মেটিরিয়ালস ম্যানেজমেন্ট, পার্সোনেল অ্যান্ড এইচআর, সিকিউরিটি, এনভায়রনমেন্ট, ফিন্যান্স, লিগ্যাল এবং কোল প্রিপারেশন পদগুলির জন্য।

শূন্যপদের সংখ্যা: ৪৩৪ টি

Coal India limited recruitment details

বেতন: নিযুক্ত কর্মীরা মাসের শেষে কমপক্ষে হাতে পাবেন ৫০,০০০/- টাকা। সর্বাধিক ১,৮০,০০০/- টাকার মধ্যে মূল বেতন পাওয়ার সুযোগ থাকবে। বেতনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের কর্মচারী হওয়ার সুবাদে একাধিক সরকারি সুযোগ-সুবিধা মিলবে কর্মীদের।

শিক্ষাগত যোগ্যতা: এখানে সরাসরি আবেদন জানানোর সুযোগ পাবেন অনার্স গ্রাজুয়েট, স্নাতকোত্তর এবং ডিপ্লোমা ডিগ্রিপ্রাপ্ত যোগ্য ব্যক্তিরা। বিভিন্ন বিভাগে কাজ করার জন্য কিন্তু আলাদা আলাদা যোগ্যতা দরকার।

আরোও পড়ুন : ধর্ষিত হয়েও বাড়ির লোকের ভয়! প্রমাণ নষ্ট করতে যৌনাঙ্গে ব্লেড-পাথর ঢোকালেন তরুণী, তারপর…

বয়স সীমা: সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সের জন্য ছাড় মিলবে।

নিয়োগ: চাকরিপ্রার্থীদের অনলাইন কম্পিউটার বেসড একটি পরীক্ষা হবে। তবে প্রথমে প্রত্যেক চাকরিপ্রার্থীকে প্রশিক্ষণের সুযোগ দেবে সংস্থা। প্রশিক্ষণের শেষে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রবেশনার হিসাবে ২ বছরের জন্য নিয়োগ করা হবে। এরপর সরাসরি কর্মী হিসাবে কাজের সুযোগ মিলবে।

Coal India limited recruitment details

আবেদন: সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে কোল ইন্ডিয়া লিমিটেডের www.coalindia.in -এই অফিসিয়াল ওয়েবসাইটে। ১৪/০২/২০২৫ তারিখ বিকাল ৬টার মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন মূল্য (GEN/ OBC/ EWS)-১৩৬০/- টাকা। কোন টাকা দিতে হবে না ST/ PwBD/SC’দের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর