কয়লা পাচার কাণ্ডে লালাকে সহযোগিতার অভিযোগ! IPS আকাশ মাঘারিয়াকে আজ তলব করলো ED

বাংলা হান্ট ডেস্কঃ কয়লা পাচার কাণ্ডে তদন্তের জাল ক্রমশ গুটিয়ে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। একদিকে যখন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রী-শ্যালিকাকে একাধিক সময় জিজ্ঞাসাবাদ করে চলেছে তদন্তকারী সংস্থা, আবার অপরদিকে এই মামলায় বাংলার বেশ কয়েকজন আইপিএস (IPS) আধিকারিককেও তলব করে ইডি আর সেই তালিকায় ইতিমধ্যেই যুক্ত হলেন ডিসি সাউথ আকাশ মাঘারিয়া (Akash Magharia)  তবে এক্ষেত্রে বিজেপির (BJP) ষড়যন্ত্রের দিকেই আঙ্গুল তুলেছে শাসক দল।

উল্লেখ্য, সাম্প্রতিক সময় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি কয়লা এবং গরু পাচার মামলায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলরা হেফাজতে। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলাকে কেন্দ্র করে অতীতেও একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী-শ্যালিকাকে। পাশাপাশি বাংলার বেশ কয়েকজন আইপিএস-কেও জেরা করে তদন্তকারী অফিসাররা। এর মাঝে এদিন ডিসি সাউথ পদে নিযুক্ত আকাশ মাঘারিয়াকে তলব করলো ইডি।

বর্তমানে ডিসি সাউথ পদে নিযুক্ত রয়েছেন আকাশ মাঘারিয়া। অতীতে তিনি পুরুলিয়ার এসপি পদের দায়িত্ব সামলে ছিলেন। যদিও এই আইপিএস অফিসারকে ইডির তলব মাঝে বিজেপি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চক্রান্ত রয়েছে বলে দাবি ঘাসফুল শিবিরের।

তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তি কি? সম্প্রতি, বিজেপির ‘নবান্ন অভিযান’ ঘিরে গোটা রাজ্য জুড়ে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। দ্বিতীয় হুগলী সেতু যাওয়ার পথে আটক করা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়দের। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন আকাশ মাঘারিয়া। পরবর্তীতে আকাশকে উদ্দেশ্য করে বহু আক্রমণাত্মক কথাও বলেন বিজেপি নেতা আর এর মাঝেই এবার দিল্লিতে তাঁকে তলব মাঝে রাজনৈতিক গন্ধই দেখতে পাচ্ছে তৃণমূল।

অপরদিকে ইডির দাবি, পুরুলিয়া এসপি পদে থাকার সময় কয়লা পাচার কাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত লালাকে একাধিক সুবিধা প্রদান করেছিলেন আকাশ। একইসঙ্গে এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে একাধিক নয়া তত্ত্ব সামনে আসবে বলেই অনুমান তদন্তকারী অফিসারদের।

ED enforcement directorate 770x433 1

তবে আইপিএস অফিসারদের জেরা এই প্রথম নয়। এর আগেও দিল্লিতে মোট আটজন আইপিএস আধিকারিকদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় ইডি। এক্ষেত্রে রাজীব মিশ্র, জ্ঞানবন্ত সিং ও তথাগত বসুর মতো একাধিক অফিসারদের তলব করা হয়। ইডি সূত্রের খবর, নবান্ন অভিযানের দরুণ শুভেন্দু অধিকারীকে আটক করা অপর এক আইপিএস অফিসার তথা এডিজি এসটিএফ জ্ঞানবন্ত সিংকেও আগামী ২৮ শে সেপ্টেম্বর দিল্লিতে তলব করা হয়েছে।

Sayan Das

সম্পর্কিত খবর