নারদার পর কয়লা কাণ্ডে তৎপর CBI, তৃণমূলের রাঘববোয়ালের বিরুদ্ধে এমাসেই চার্জশিট

বাংলা হান্ট ডেস্কঃ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে তিনটি স্ক্যাম নিয়ে বারবার সুর চড়িয়েছে বিরোধী দলগুলি তার একটি হল কয়লা কান্ড। নারোদা-সারদা কেলেঙ্কারির পর এই কয়লা কেলেঙ্কারি নিয়ে বারবার অস্বস্তিতে পড়তে হয়েছে তৃণমূলকে। নাম জড়িয়েছে মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। জেরার জন্য দাঁত পড়েছে অভিষেক ব্যানার্জীর স্ত্রী রুজিরা নারুলারও। এমতাবস্থায়, একদিকে যখন নারদ কান্ডে তিন হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মৃত্যুর গ্রেফতার নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। তখন সূত্রের খবর, শুধু নারোদা নয় এবার কয়লা কান্ডেও মে মাসের মধ্যেই চার্জশিট দাখিল করতে পারে সিবিআই।

কি এই কয়লা কান্ড?

তৃণমূল যুবনেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে সিন্ডিকেটের মাধ্যমে এ রাজ্যের কয়লা ভিন রাজ্যে প্রচার করতেন তারা। শুধু তাই নয়, ইডির তদন্তে জানা যায়, এই কাণ্ডের অন্যতম হোতা ছিলেন পুরুলিয়ার ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালা। ঘটনার পর থেকে ফেরার বিনয় মিশ্র। যদিও গ্রেপ্তার করা হয়েছিল তার ভাই বিকাশ মিশ্রকে। ইডির দাবি, দাদার ব্যবসার একাংশ দেখভাল করতেন বিকাশ। বিনয়ের নামে অবশ্য ইতিমধ্যেই রেড কর্নার নোটিশ জারি করেছে সিবিআই। তদন্তকারী অফিসারদের ধারণা , এই কাণ্ডে জড়িত রয়েছেন তৃণমূলের একাধিক বড় নেতাও। যার জেরে, জেরা করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরাকেও।

কার কার নাম থাকতে পারে চার্জশিটেঃ

প্রথম পর্যায়ে এ ধরনের বড় মামলার ক্ষেত্রে সাধারণত যে প্রাথমিক চার্জশিট দেওয়া হয় তাই শেষ কথা নয়। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর নতুন করে আবারও সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করা হয়। সূত্রের খবর অনুযায়ী, প্রথম চার্জশিটে নাম থাকতে পারে লালা এবং বিনয়ের নাম। সিবিআইয়ের দায়ের করা প্রথম এফআইআরেই জানানো হয়েছিল, এরাই ছিলেন কয়লা পাচার কাণ্ডের মূল পান্ডা। তবে এদের সঙ্গে যুক্ত ছিলেন আরো অনেক ব্যবসায়ী। যুক্ত ছিলেন কিছু সরকারি আমলাও। তাই প্রথম চার্জশিটে নাম থাকতে পারে, বিনয়ের ভাই আকাশ মিশ্র, বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্র, লালার হিসাবরক্ষক নীরজ সিং, গণেশ বাগারিয়া, আসানসোলের ব্যবসায়ী বামাপদ দে, এবং ব্যবসায়ী রনধীর বার্নাওয়ালের।

Coal

প্রথম দফায় এর আগেই লালার বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তারপর রাজ্যজুড়ে বেশ কিছু ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। প্রাথমিকভাবে অনুমান, গণেশ বাগারিয়া এখন রয়েছেন দুবাইতে। বিনয়ের ভাই আকাশ আগে গ্রেপ্তার হলেও আপাতত শারীরিক কারণে জামিনে রয়েছেন তিনি। আইসি অশোক মিশ্রকে আর এই গ্রেফতার করেছে সিবিআই। প্রায় ১৬৮ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

প্রথম দফায় কি থাকবে কোনো হেভিওয়েট নেতার নাম ?

সিবিআইয়ের প্রথম চার্জশিটে নাও থাকতে পারে কোন হেভিওয়েট নেতার নাম। তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের নাম থাকলেও বড় কোন নাম এই মুহূর্তে থাকছে না বলেই অনুমান। তবে আদালতে জেরার মুখে সিবিআই বারবারই জানিয়েছে, উচ্চপদস্থ কোন নেতার হাত না থাকলে এত বড় কান্ড চলতে পারে না। আর সেই কারণেই এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় অবধি পৌঁছেছিল সিবিআই। আগামী দিনে এই তদন্ত নয়া কি মোড় নেয় সেদিকেই এখন লক্ষ্য থাকবে সকলের।


Abhirup Das

সম্পর্কিত খবর