বাংলা হান্ট ডেস্ক: কয়লা পাচারকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ বজবজে। কয়লা পাচারের রাশ কার হাতে থাকবে সেই নিয়ে সংঘর্ষের জড়ালো দুই গোষ্ঠী। স্থানীয় সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, একটি ফুটবল ম্যাচে স্থানীয় দল জিতে যাওয়ায় নৈশ ভোজের আয়োজন করা হয় মঙ্গলবার। অভিযোগ সেই নৈশ ভোজের অনুষ্ঠানের মধ্যে শেখ শামসের ওরফে শেরা আগ্নেয়াস্ত্র সহ প্রবেশ করে।
সেই অনুষ্ঠানের মধ্যেই শেখ শামসের ওরফে শেরা প্রাণনাশের হুমকি দেয় বিশ্বজিৎ নামে একজনকে। তাছাড়াও ঘরের মধ্যে ঢুকে শেখ শামসের বন্দুকের বাঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় বিশ্বজিতের। শেখ শামসেরর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিশ্বজিতের পরিবার। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই শেখ শামসেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত বিশ্বজিৎ জানিয়েছেন, অনুষ্ঠান বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তাকে গুলি করেছে শেরা। শেরাকে কয়লা মাফিয়া হিসাবে আখ্যা দিয়ে বিশ্বজিৎ বলেছেন, তার বাড়িতে এসেও হামলা চালায় শেখ শামসেরকে ওরফে শেরা। পাশাপাশি বিশ্বজিত ছাড়াও তার স্ত্রীয়ের উপরও হামলার অভিযোগ আনা হয়েছে। তার সাথে শেরার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না বলে জানিয়েছেন বিশ্বজিৎ। তার স্ত্রী জানিয়েছেন কেনো এরকম ঘটনা ঘটলো তা পরিষ্কার নয়।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, স্থানীয় কয়লা পাচারের রাশ কার হাতে থাকবে সেই নিয়েই হয়তো দুই গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ ঘটেছে। শেরাকে গ্রেপ্তারের পর সব দিক খতিয়ে দেখছে পুলিশ।