Bangla Hunt Desk: ১৯৯৯ সালের মামলার বিচারের রায় বেরোল ২০২০ সালে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়ের (Dilip Roy) সাজা ঘোষণা করল বিশেষ সিবিআই আদালত। ১৯৯৯ সালে ঝাড়খণ্ডের গিরিডিতে কয়লা কেলেঙ্কারিতে নাম জড়িয়েছিল অটল বিহারি বাজপেয়ী জমানার কয়লা প্রতিমন্ত্রী দিলীপ রায়ের নাম।
বিশেষ সিবিআই আদালতের বিচারক ভরত পরাশর সোমবার এই মামলার রায় ঘোষণা করলেন। প্রায় দুদশক পর সাজা পেলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়। ৪০৯, ৪২০, ১২০-বি ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ রায়কে। অভিযুক্ত মন্ত্রীর যাবজ্জীবন সাজার সওয়াল করেছিলেন সিবিআই আইনজীবী ভি কে শর্মা ও এ পি সিং।
এই মামলায় অভিযুক্ত আরও দুজনকে কেন্দ্রীয় কয়লা মন্ত্রকের তত্কালীন আধিকারিক প্রদীপ বন্দ্যোপাধ্যায় ও নিত্যানন্দ গৌতমেরও সাজা ঘোষণা করা হয়। কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত এই ৩ জন আধিকারিকের সাজা ঘোষণা করল বিশেষ সিবিআই আদালত।
Delhi: A special CBI court sentenced 3-yr imprisonment to former Union Minister Dilip Ray in a coal scam case pertaining to alleged irregularities in allocation of Jharkhand coal block in 1999. Court sentenced 3 yrs imprisonment to 2 others who were recently convicted in the case
— ANI (@ANI) October 26, 2020
সোমবার প্রায় দুশক পর কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত এই তিন আধিকারিকের সাজা ঘোষণা করলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক ভরত পরাশ। মামলায় অভিযুক্ত ৩ ব্যক্তিকেই ৩ বছরের হাজতবাস এবং ১০ লক্ষ টাকা করে জরিমানা দেওয়ার রায় দেওয়া হয়।