জোড়া বিপদ! বিদেশ যাত্রায় বাধার পর এবার কয়লা কাণ্ডে অভিষেক পত্নী রুজিরাকে তলব ED-র

বাংলা হান্ট ডেস্কঃ বিমান বন্দরে বাধা, আর এবার কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) তলব করল গোয়েন্দা সংস্থা ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, আগামী ৮ জুন তাকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।

জানিয়ে রাখি, এর আগেও কয়লা পাচার মামলায় বহুবার রুজিরাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার ফের পড়লো ডাক। প্রসঙ্গত, সোমবার সকালেই দমদম বিমানবন্দর (Dumdum Airport) থেকে দুবাই যাওয়ার পথে অভিষেককে পত্নীকে আটকানো হয়। রুজিরার সঙ্গে তাদের দুই সন্তানও ছিল।

এরপর বিমানবন্দর থেকে সন্তানদের নিয়েই বেরিয়ে যান রুজিরা। বেশ কিছুক্ষণ অভিবাসন দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বললেও কোনও সুরাহা হয়নি। সকালের সেই ঘটনার কয়েক ঘণ্টা পেরোতে পেরোতেই রুজিরাকে ডাক পাঠালো ইডি।

সূত্র মারফত জানা গিয়েছে, কয়লা পাচারকাণ্ডের একটি মামলায় রুজিরার নামে লুকআউন নোটিশ জারি হয়েছে। এই সেই কারণেই এদিন তার বিদেশ যাত্রায় বাধা দেওয়া হয়, আরোপ করা হয় বিধিনিষেধ।

অন্যদিকে, তৃণমূল সূত্রে খবর, সেই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়েছিল। পাশাপাশি তাদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা ছিল না বলেও জানানো হয়। তারপরেই কেন রুজিরার বিমান যাত্রায় বাধা, সেই নিয়ে প্রশ্নও তুলেছে তৃণমূল।

abhishek rujira

বিমানবন্দরের ঘটনার পরই এর বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়ার চিন্তাভাবনা শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবার। খবর মিলেছিল এমনটাই। আর এই উত্তপ্ত পরিস্থিতিতেই এবার রুজিরাকে তলব করল ইডি।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর