আজ ED-র দফতরে হাজিরা রুজিরার! কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে পারেন অভিষেক পত্নী?

বাংলা হান্ট ডেস্কঃ সোমবারই বিমান বন্দরে বাধা, আর তারপরই কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) তলব করে গোয়েন্দা সংস্থা ইডি (Enforcement Directorate)। আজ অর্থাৎ ৮ জুন তাকে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।

আজ সেই দিন। একেবারে প্রশ্নমালা নিয়ে তৈরি ইডির তদন্তকারীরা। জোর তৎপরতা সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে। প্রসঙ্গত, সোমবারই রুজিরা বন্দ্যোপাধ্যায় বিমান ধরতে গেলে তাকে বিমানবন্দরেই আটকে দেন অভিবাসন দফতর কর্মীরা। জানা গিয়েছে অসুস্থ মাকে দেখতে বিদেশ যাচ্ছিলেন রুজিরা। তবে ইডির একটি মামলার তার বিরুদ্ধে লুক আউট নোটিস রয়েছে বলে দমদম বিমানবন্দর (Dumdum Airport) থেকে দুবাই যাওয়ার পথে তাকে ও তার বাচ্চাদের আটকানো হয়।

এরপরই ধরানো হয় নোটিস। আজ সকাল ১১ টায় তাকে সিজিওতে ডাকা হয়েছে। অভিষেক পত্নীকে তোলবের পর থেকেই উত্তাল রাজ্য-রাজনীতি। এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বিজেপি সাংসদ বলেন, সিবিআই-ইডি ডাকছে এটা নতুন কথা নয়। খবর এতে কতজন গ্রেফতার হচ্ছে। জাল গোটানো হচ্ছে। গ্রেফতারের খবরও আমরা পাবো। ডাকাডাকি তো চলবেই।

এর আগেও কয়লা পাচার মামলায় বহুবার রুজিরাকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এবার ফের পড়লো ডাক। আজ কোন কোন প্রশ্নের মুখোমুখি হতে পারেন রুজিরা? এর আগে জেরার সময় তার বয়ান রেকর্ড করা হয়। সেই বয়ান যাচাই করে দেখার পর সেখান থেকে উঠে এসেছে বেশকিছু প্রশ্ন। জানা যাচ্ছে, সেইসব প্রশ্নের উত্তর চায় ইডির তদন্তকারীরা।

প্রসঙ্গত রুজিরাকে তলবের পরই ক্ষুব্ধ হয়ে অভিষেক বলেন, “ক্ষমতা থাকলে আমাকে গ্রেফতার করুন। এত গায়ে জ্বালা কেন, বারো মাসে একটি সমন এল না। যখন থেকে নবজোয়ার শুরু হয়েছে, কখনও কয়লা কেসে সমন, কখনও এসএসসিতে সমন! তৃণমূল কংগ্রেস মাঠে-ময়দানে, আর বিশেষত আমি যে রাস্তায় পড়ে রয়েছি, মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে পায়ের তলার মাটি সরে গিয়েছে। রাতে ঘুম উড়িয়ে গিয়েছে।”

abhishek rujira

অভিষেক আরও বলেন, “ভদ্রতার খাতিয়ে ৫ তারিখ যে আমার স্ত্রী যাচ্ছে, ৩ তারিখ ইডিকে জানানো হয়েছিল। যদি উদ্দেশ্য খারাপ হলে জানাতাম না। যদি সমন দেওয়ার থাকত, আমি ৩ তারিখ জানিয়েছি, ৩ তারিখ রাতে পাঠান। ৪ তারিখ পাঠান। কেউ তো বারণ করেনি’।

তার কথায়, ‘গত বছরের জুন মাসে তাকে শেষবার ডাকা হয়েছিল। প্রায় ১২ মাস, তাকে ডাকেনি। সে বলল, ৩৬৫ দিনের মধ্যে ৭ দিন খালি আমাকে ডাকবেন না। এই সময়টা আমি থাকব না। ৫ তারিখে সমন দিয়ে ৮ তারিখে ডেকেছে। ৩ বছরের ছেলে, ৯ বছরের মেয়ে। তাদেরকেও আটকেছে। তাদের অপরাধ কী! তারা আমার সন্তান।” স্ত্রী বাচ্চাকে গ্রেফতার করলেও অভিষেক মাথা নত করবেন না বলে সাফ জানিয়েছেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর