নিস্তার নেই! এই একটি কারণে ফের অভিষেক ঘরণী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে ED

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) প্রায় সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল গোয়েন্দা সংস্থা ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, কয়লা পাচার মামলায় দু’টি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও একটি সংস্থার আর্থিক লেনদেনের খতিয়ান এবং এক হিসাবরক্ষকের বয়ানের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

টানা জিজ্ঞাসাবাদ শেষে হাসিমুখেই বেরিয়ে আসেন অভিষেক ঘরণী। তবে এখানেই কি শেষ? সূত্র মারফত অভিযোগ, গতকাল বিভিন্ন প্রশ্নের উত্তরে ‘ধোঁয়াশা’ সৃষ্টি করেছেন রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ফের তলব করা হবে রুজিরাকে। তাকে আরও কিছু নথি জমা দিতে বলা হয়েছে বলেও জানা গিয়েছে।

প্রসঙ্গত, সোমবার রুজিরা বন্দ্যোপাধ্যায় বিমান ধরতে গেলে তাকে বিমানবন্দরেই আটকে দেন অভিবাসন দফতর কর্মীরা। অসুস্থ মাকে দেখতে বিদেশ যাচ্ছিলেন রুজিরা। তবে ইডির একটি মামলার তার বিরুদ্ধে লুক আউট নোটিস থাকায় দমদম বিমানবন্দর (Dumdum Airport) থেকে দুবাই যাওয়ার পথে তাকে ও তার বাচ্চাদের আটকানো হয়। এরপরই ধরানো হয় নোটিস। তারপরই বৃহস্পতিবার সকাল ১১ টায় তাকে সিজিওতে ডাকা হয়।

এরপর বৃহস্পতিবার বেলা ১১ টায় ডাকা হলেও ১২টা ৩১ মিনিট নাগাদ ইডি দপ্তরে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন তার দুই আইনজীবী।
উল্লেখ্য, এর আগে গত বছর জুন মাসে কয়লা পাচার মামলায় রুজিরাকে তলব করেছিল ইডি। সেই সময় টানা ৬ ঘণ্টা তাকে জেরা করা হয়েছিল। সন্তানকে কোলে নিয়েই হাজিরা দিয়েছিলেন অভিষেকপত্নী।

rujira

ইডি সূত্রে খবর, রুজিরার ভারত ও তাইল্যান্ড, দুই দেশেরই নাগরিকত্ব রয়েছে। তদন্তকারীদের দাবি, কয়লা পাচারের লভ্যাংশের একটি মোটা অংশ হাওয়ালার মাধ্যমে ভিন দেশে পাচার করা হয়েছে। এবং কয়েক জন নির্দিষ্ট ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে।

আর অন্যদিকে পাচারের ওই টাকায় সোনার গয়না, সোনার বিস্কুট ও বল কিনে এ দেশে নিয়ে আসা হয়েছে। গতকাল ইডি’র ডেপুটি ডিরেক্টর পঙ্কজ কুমারের নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম গঠন করা জিজ্ঞাসাবাদ করা হয় রুজিরাকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর