বাংলা হান্ট ডেস্ক: কলকাতার এক পদস্থ কর্তা জানান সিসিডি কেনা নিয়ে দুই সংস্থার মধ্যেই আলোচনা চলছে। গত বছর ব্রিটিশ কফি চেইন কোস্টা কফি অধিগ্রহণের পর এ বার ভারতের বৃহত্তম কাফে চেইন কাফে কফি ডে কিনতে আলোচনা শুরু করল কোকা কোলা কোম্পানি।
প্রসঙ্গত ভারতে আরজে কর্পের হাতে কোস্টা কফি পরিচালনার দায়িত্ব ছিল এবং এ দেশে ৫০টি বিপণি ছিল সংস্থাটির।ভিজি সিদ্ধার্থর কাফে চেইন কেনার জন্য ইতিমধ্যেই আটলান্টায় কোকা কোলার সদর দপ্তর থেকে একাধিক পদস্থ আধিকারিক এ দেশে আলোচনার জন্য এসেছেন। ঋণের বোঝা কমাতে এবং সম্ভাব্য করের হাত থেকে বাঁচতে অনেকদিন ধরেই সংস্থার শেয়ার বিক্রি শুরু করেছেন সিদ্ধার্থ। তবে, কাফে কফি ডে-র সম্পূর্ণ অংশীদারিত্ব বিক্রি করতে আগ্রহী নন তিনি।
সব থেকে উল্লেখযোগ্য হল, গত বছরের সেপ্টেম্বরে হোয়াইটব্রেডের কাছ থেকে প্রায় ৫০০ কোটি ডলার বা আনুমানিক ৩৫ হাজার কোটি টাকা বাঁচায় কোকা কোলা।সব মিলিয়ে আগামী দিনে সিসিডির ভবিষ্যত দ্বন্দ্বে।যদিও জানা গেছে ২০১৮-১৯ অর্থবর্ষে কাফে কফি ডে’র বার্ষিক আয়ের পরিমাণ ৮ শতাংশ বেড়ে ১,৪৬৮ কোটি টাকা হয়েছে। নিট মুনাফার পরিমাণ ১০ শতাংশ বেড়ে ৪১ কোটি টাকা হয়েছে।