মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করুন এই ব্যবসা, ঢালাও সুযোগ দিচ্ছে সরকার

বাংলা হান্ট ডেস্কঃ করোনা কালে লকডাউনের জেরে ক্রমশ বাড়ছে বেকারত্ব। যার ফলে চাকরির আশা ছেড়ে অনেকেই নতুন ধরনের ব্যবসার খোঁজ করছেন। আপনিও কি এধরনের কোন নতুন ব্যবসার সন্ধান করছেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় সুখবর। কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের এমএসএমই এবং ছোট ছোট স্বনির্ভর উদ্যোগকে সাহায্য করতে বদ্ধপরিকর। যার মধ্যে একটি হল Coir Industry বা নারকেলের বর্জ্য থেকে তৈরি দড়ির কারখানা।

জানিয়ে রাখি নারকেলের ফাইবার থেকে তৈরি হওয়া এ ধরনের দড়ি এবং অন্যান্য বস্তুর রপ্তানির ক্ষেত্রে ভারতের অবস্থান যথেষ্ট বড়। বিশ্বের প্রায় ৭০ শতাংশ নারকেলের ফাইবার দিয়ে তৈরি জিনিসপত্র উৎপাদিত হয় ভারতেই, শুধু তাই নয় সারা বিশ্বে ভারত রপ্তানি করে প্রায় ৮০% প্রোডাক্ট। আর সেই কারণেই কেন্দ্র সরকার বিশেষত উত্তর-পূর্ব ভারতে Coir Industry তৈরীর ক্ষেত্রে বিশেষ জোর দিচ্ছে।

এক্ষেত্রে আবেদন করতে পারেন আপনিও, রয়েছে বড় লোন এবং সাবসিডির সুযোগও। এর জন্য সরকার ইতিমধ্যেই কয়র উদ্যমি যোজনা চালু করেছে। যার জেরে ব্যবসা শুরু করতে হলে আপনাকে মাত্র ৫০০০০ টাকাই খরচ করতে হবে। এরপর আপনি ব্যাংক থেকে লোন পেতে পারেন ৫৫% অবধি এছাড়া ৪০% ভর্তুকি দেবে সরকার। অর্থাৎ ব্যবসার খরচের জন্য প্রয়োজনীয় ১০ লক্ষ টাকার মধ্যে সাড়ে নয় লক্ষ টাকা পেতে কোন সমস্যা হবে না আপনার।

images 2021 09 29T163003.706

এক্ষেত্রে জানিয়ে রাখি লকডাউন চলাকালীনও এর উৎপাদন প্রায় ১৭ শতাংশ এবং রপ্তানি ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার জেরে এ থেকে মোট আয় দাঁড়িয়েছে ৩৭৭৮.৯৮ কোটি টাকা। এই ব্যবসার ক্ষেত্রে সব থেকে বড় সরকারি সাহায্য হল তৈরি পণ্য বিক্রির জন্য সরকার বিপণন সহায়তা প্রদান করে। আপনি যদি আপনার পণ্য বিপণনের জন্য কোন প্রদর্শনী বা মেলায় যান, তাহলে বোর্ড খরচ বহন করবে। এর বাইরে, বোর্ড পণ্যের জন্য শোরুম ভাড়াও প্রদান করে। বোর্ড কনসোর্টিয়ামে কর্মরত কর্মচারীদের বেতনও দেওয়া হয়।

 


Abhirup Das

সম্পর্কিত খবর