আজ রাতেই আকাশে উদয় হবে ‘কোল্ড মুন’, চাঁদের এমন নামকরণের পিছনে এই বিশেষ কারন

Cold moon : ২০২০ সাল শেষ হতে আর মাত্র কয়েক দিন বাকী রয়েছে। এরই মধ্যে আজ ও আগামী কাল, মহাকাশে আরও একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা ঘটতে চলেছে। এই বছরের শেষ পূর্ণিমা ২৯ এবং ৩০ ডিসেম্বর হতে চলেছে। একে বলা হয় কোল্ড মুন। এটি ২০২০ সালের ১৩ তম পূর্ণিমা এটি। যা দেখার জন্য, সারা বিশ্বের মানুষ উৎসাহিত হয়ে উঠেছে । আসুন জেনে নি কোল্ড মুন সম্পর্কে

images 2020 12 29T114525.917

আন্তর্জাতিক সময় (ইউটিসি) অনুযায়ী ৩০ ডিসেম্বর ২০২০ সকাল ৩ টে ৩৯ মিনিটে এবং ভারতে সকাল ৯ টা নাগাদ চাঁদ পূর্ণতা প্রাপ্ত হবে । ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার এশিয়া, প্রশান্ত মহাসাগর, ইউরোপ এবং আফ্রিকাতে কোল্ড মুন দেখা যাবে। দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা এবং কানাডার মতো পশ্চিমা গোলার্ধের দেশগুলিতে এটি ২৯ ডিসেম্বর রাত ১০ টা ২৯ মিনিটে (স্থানীয় সময় ইএসটি) তে দেখা যাবে।

ক্রিসমাসের খুব শীঘ্রই পড়ার কারণে এটি উত্তর আমেরিকার দীর্ঘ রাত্রির চাঁদ (long night moon) নামে পরিচিত। ইউরোপে একে moon after yule বলা হয়। উত্তর গোলার্ধের দেশগুলি এই সময় শীতল আবহাওয়া থাকে। দক্ষিণ গোলার্ধে অবস্থিত দেশগুলি এই সময়ে গ্রীষ্মকাল । তবে এই ঘটনাটিকে উত্তর গোলার্ধের দেশগুলির আবহাওয়া অনুসারে শীতল চাঁদ (cold moon) বলা হয়।

প্রসঙ্গত জানিয়ে রাখি, কিছুদিন আগেই ২১ ডিসেম্বর যখন সূর্য ডুবে যাওয়ার পর পৃথিবী থেকেই খালি চোখেই বৃহস্পতি (jupiter) এবং শনি (satern) দেখতে পাওয়া গিয়েছিল। এই অভূতপূর্ব দৃশ্য জীবিত কেউ তাদের আগে কখনও দেখেনি। ৮০০ বছর পর এই প্রথম এমন দৃশ্য দেখা গেল। করোনা মহামারির থেকে একের পর এক উল্কার এগিয়ে আসা, দাবানল থেকে বন্যা, বিরল মহাজাগতিক দৃশ্য ২০২০ সালে অনেক কিছুরই সাক্ষী হল মানব সভ্যতা৷

 

 

সম্পর্কিত খবর