বাংলা হান্ট ডেস্ক: ১৯৭১ সালে পাকিস্তানের সাথে সংঘটিত লংগেবালার যুদ্ধের অন্যতম নায়ক কর্নেল ধরমবীর গত সোমবার গুরুগ্রামে প্রয়াত হলেন। তিনি ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত ২৩ পাঞ্জাবে কমান্ড ছিলেন। শুধু তাই নয়, ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা “বর্ডার”-এ অক্ষয় খান্না ধরমবীরের ভূমিকায় অভিনয় করেন।
মূলত, কর্নেল ধরমবীর ১৯৭১ সালের যুদ্ধে একজন তরুণ অফিসার ছিলেন। এমনকি, পাকিস্তানের সাথে চলা যুদ্ধের সময়ে তাঁর সতর্কতার জন্য তাঁকে সর্বদা স্মরণে রাখা হবে। ৪ ডিসেম্বর সীমান্তে টহল দেওয়ার সময় তিনি শুনতে পান পাকিস্তানি ট্যাঙ্কের শব্দ যা ভারতের দিকে এগিয়ে আসছিল। তখন তিনি “ক্যাপ্টেন” ছিলেন। এমতাবস্থায়, বিপদের আঁচ বুঝতে পেরে তিনি দ্রুত উর্ধ্বতন কর্মকর্তাদের এই তথ্য জানিয়ে অতিরিক্ত সেনা মোতায়েনের দাবি জানান।
এদিকে, গুরুত্বপূর্ণ এই তথ্য পাওয়ার পর ভারতীয় সেনা ও বিমান বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। তবে, রাত হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট অফিসাররা তাঁকে যতটা সম্ভব পাকিস্তানি সেনাবাহিনীকে আটকে রাখার কথা বলেন। এরপর তিনি সীমান্তে অবস্থান করে পাকিস্তান সেনাবাহিনীকে জবাব দেওয়ার সিদ্ধান্ত নেন।
এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, ওই সময় সীমান্তের ঘাঁটিতে মাত্র ২০ থেকে ২২ জন সৈন্য ছিলেন এবং তাঁরা সারারাত পাকিস্তান সেনাবাহিনীকে সীমান্তে আটকে রেখেছিলেন। সকালে, ভারতীয় বায়ুসেনা তাঁদের সাহায্য করতে আসে।
পরের দিন দুপুর নাগাদ এই আক্রমণ সম্পূর্ণ থেমে যায়। ওই সময় বিমান হামলায় পাকিস্তানের বেশ কয়েকটি ট্যাঙ্ক ধ্বংস হয়ে যায়। এছাড়াও ভারত কিছু ট্যাঙ্ক দখলও করে নেয়। সেই সময়, পাকিস্তানের মোট ১০০ টি যুদ্ধের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এমতাবস্থায়, একটা সময়ে ভারতীয় ট্যাঙ্ক ডিভিশনের রেজিমেন্ট এগিয়ে এলে পাকিস্তান সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয়েছিল।