বাংলাহান্ট ডেস্ক: রূপোলি পর্দা থেকে বেরিয়ে বয়কট সংষ্কৃতি এবার পৌঁছে গেল কৌতুকশিল্পেও। স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরার (Kunal Kamra) গুরুগ্রামের শো বাতিল করে দেওয়া হল। নিজের শোতে তিনি হিন্দু দেবদেবীদের অসম্মান করেন, এই অভিযোগ তুলে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ শো বাতিল করার নির্দেশ দিয়েছে।
আগামী ১৭ এবং ১৮ সেপ্টেম্বর গুরুগ্রামের সেক্টর ২৯ এর একটি পানশালায় শো হওয়ার কথা ছিল বিতর্কিত কৌতুকশিল্পী কুণালের। সেই মর্মে ওই পানশালার সোশ্যাল মিডিয়া পেজে শোয়ের ঘোষনা করে টিকিট সংক্রান্ত খবরাখবর দিয়েছিল। তারপরেই শোয়ের বিরোধিতা করে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। শো বাতিল না করা হলে বিক্ষোভের হুমকিও দেওয়া হয়।
শুক্রবার গুরুগ্রামের ডেপুটি কমিশনারকে উদ্দেশ্য করে একটি বিবৃতি প্রকাশ করে ওই দুই সংগঠন, যেখানে দাবি করা হয়, কুণাল কামরা নিজের শোতে হিন্দু দেবদেবীদের অপমান করেন। এমন অভিযোগে এর আগেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। এতে গুরুগ্রামে শান্তি বিঘ্নিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তাণ্ডব শুরু হতে পারে। যত শীঘ্র সম্ভব শো বাতিল না করা হলে বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ এর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করবে।
দুই সংগঠনের তরফে ছয়-সাত জনের দল গিয়ে পানশালাতেও শো বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। বজরং দলের এক সদস্য বলেন, কুণাল কামরা বারংবার হিন্দু দেবদেবীদের নিয়ে মজা করেছেন। সেসব ভিডিও শোয়ের আয়োজকদের দেখানো হয়েছে। যারা হিন্দু ভাবাবেগকে আঘাত করে তাদের কোনো শো চলতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেন ওই ব্যক্তি। পানশালার ম্যানেজারের তরফেও জানানো হয়, কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হাস্যকর ভাবে এই ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন কুণাল। তিনি লিখেছেন, তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি হিন্দু সংষ্কৃতি, দেবদেবীদের নিয়ে মজা করেন। তাঁর শোয়ের জন্য শান্তি বিঘ্নিত হয়। অথচ কোনো প্রমাণ নেই। ১২ জন চায় না যে শোটা হোক, অথচ ৫০০ জ ন টিকিট পেয়েও গিয়েছে। এখন আয়োজকরা কী করবে। এটা নাকি UPHC তে ১০ নম্বরের প্রশ্ন আসতে পারে বলে রসিকতা করেছেন কুণাল।