হারিয়েছেন প্রথম সন্তান, পরিবারে দেখেছেন ১১ টি মৃত্যু! ট্র্যাজেডিতে ভরা ‘কমেডি কিং’ গোবিন্দার জীবন

বাংলা হান্ট ডেস্ক : একটা সময় বলিউডে দাপটের সাথে রাজত্ব চালিয়েছেন কমেডি কিং গোবিন্দা (Govinda)। শাহরুখ-সালমান-আমির খানের যুগেও একেবারে নিজস্ব এক অভিনয় ঘরানা তৈরি করেছিলেন গোবিন্দা (Govinda)। ‘হাসির রাজা’ গোবিন্দা (Govinda) সে সময় নিজের নিখুঁত অভিনয় গুণেই মন জয় করে নিয়েছিলেন দর্শকদের।

ট্র্যাজেডিতে ভরা গোবিন্দার (Govinda) জীবন

সেই সময় গোবিন্দার সিনেমা মানেই ছিল দমফাটা হাসির সিনেমা। সেই সাথে গবিন্দার নাচ আর সুপারহিট সব গান ছিল উপরি পাওনা। যদিও এখন আর বড়পর্দায় সেভাবে দেখা যায় না বলিউডের এই সুপারস্টারকে। ব্যক্তিগত জীবনে গোবিন্দা একজন ‘ফ্যামিলি ম্যান’। ছেলে যশবর্ধন আহুজা এবং মেয়ে টিনা আহুজাকে নিয়েই ভরা সংসার গোবিন্দ এবং স্ত্রী সুনীতার।

বলিউডের এই সংসার ভাঙার যুগেও গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতার দাম্পত্য জীবন নিঃসন্দেহে বড় উদাহরণ। তবে সম্প্রতি প্রকাশ্যে  এসেছে গোবিন্দার ব্যক্তিগত জীবনের এক মর্মান্তিক ঘটনা। খুব কম মানুষই জানেন গোবিন্দার প্রথম সন্তানের মর্মান্তিক মৃত্যুর কথা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথম সন্তানের মৃত্যু নিয়ে মুখ খুলে ছিলেন গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতা।

সেখানে তাঁরা জানিয়েছেন ছেলে যশের আগেই এক কন্যা সন্তান জন্মেছিল তাঁদের। কিন্তু সেই বাচ্চাটি ছিল ফ্রি ম্যাচিওর। মাত্র তিন মাসের সেই শিশুর কোনো ফুসফুসই  তৈরি হয়নি তখনও। তাই যশবর্ধনের আগে জন্মালেও মাত্র তিন মাসেই প্রথম সন্তানকে হারিয়েছিলেন সুনীতা। প্রথম সন্তানের মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন গোবিন্দাও।

আরও পড়ুন : সহ অভিনেতার সাথে প্রেম! ৮ বছরের সম্পর্কেও কালা জাদু, তারপরেই ব্রেকআপ, কে এই সুন্দরী?

এপ্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘একজন বাবা তার সন্তানকে হারিয়ে কী অবস্থার মধ্যে দিয়ে যায় তা কল্পনাও করা যায় না। এমন দুঃখের কথা শব্দে বর্ণনা করা মুশকিল। আমি আমার পরিবারে ১১টি মৃত্যু দেখেছি। আমার প্রথম মেয়ে যখন মারা যায় তখন তার বয়স মাত্র ৩। ওর ফুসফুসটাই তৈরি হয়নি তখন। ওকে বাঁচানো যায়নি’।

Govinda

এরপরেই এই তারকা দম্পতির কোল আলো করে আসেন যশ। এপ্রসঙ্গে  গোবিন্দার স্ত্রী বলেন, ‘যশের জন্মের ৮ বছর পর হয় টিনা। তাই যশকে বেশি আদরে বড় করা হয়েছে। আমরা কখনও সন্তানদের থেকে সেই থেকে দূরে থাকি না।’


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর