বাংলা হান্ট ডেস্ক: এবার এক বড়সড় সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। জানা গিয়েছে, এবার নিউ দিল্লিতে অবস্থিত “Central Organisation For Modernization of Workshops (COFMOW)”-এর বন্ধের ঘোষণা করেছে কেন্দ্রীয় রেল মন্ত্রক (Central Railway Ministry)। এদিকে, ১৯৭৯ সালে COFMOW-র পথচলা শুরু হয়েছিল। তারপর থেকেই দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে সংশ্লিষ্ট সংস্থাটি রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত সমস্ত উৎপাদক ইউনিট এবং ওয়ার্কশপের আধুনিকীকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে।
এছাড়াও, মেশিন ও যন্ত্রাংশ উৎপাদনের ক্ষেত্রেও ওই সংস্থা যথেষ্ট দক্ষতার সাথে কাজ করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, সমগ্ৰ দেশের রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ওয়ার্কশপগুলির আধুনিকীকরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে COFMOW। তবে, এবার ওই সংস্থাটিকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, চলতি বছরের ১ ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে রেলের আধুনিকীকরণের উপরে জোর দেওয়া হয়েছে। পাশাপাশি, সেই অনুযায়ী প্রয়োজনীয় পরিকল্পনাও গ্রহণ করা হচ্ছে। এছাড়াও, খরচ সামলানোর জন্য সেই সমস্ত প্রকল্প বা দফতরগুলিকে বন্ধ করা হচ্ছে যেগুলিকে বর্তমান সময়ে নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজন রয়েছে বা তেমন কোনো প্রাসঙ্গিকতা নেই। যদিও, এই পরিকল্পনার জেরে রেল কর্মচারীদের চাকরি হারানোর ক্ষেত্রে কোনো ভয় থাকছে না।
মূলত, এই সব সংস্থায় যাঁরা চাকরি করতেন, তাঁদের রেলের অন্যান্য দফতরে বা স্থানীয় রেল বিভাগে স্থানান্তরিত করা হবে বলে জানা গিয়েছে। এদিকে, কেন্দ্রীয় সংস্থার এহেন ঘোষণার পর আর Central Organisation For Modernization of Workshops কোনোরকম টেন্ডারের আহ্বান করতে পারবে না বা দরপত্র খুলতেও পারবে না।
পাশাপাশি, সংস্থার যাবতীয় পরিকাঠামো ও কেন্দ্রীয় ভবনটি রেলওয়ে বোর্ডের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে। এমতাবস্থায়, এই সামগ্রিক প্রক্রিয়া চলতি বছরের ৩০ নভেম্বরের মধ্যে সম্পূর্ণ করতে হবে। এদিকে, সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের তাঁদের জোনাল রেলওয়ে বা অন্য উৎপাদন ইউনিটে বদলির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, Non-Gazetted পদগুলিকে Surrender করে সংশ্লিষ্ট কর্মীদেরকে অন্যত্র বদলি করা হবে। এছাড়াও, সংস্থার যে সমস্ত প্রকল্প ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে, কিন্তু তার জন্য টেন্ডার আহ্বান করা হয়নি, সেগুলিও আপাতত স্থগিত থাকছে।