আগামী তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস!

 

অমিত সরকার: বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গের আবহাওয়া গরম ফাপর ধরাচ্ছে শরীরে। তার মধ্যেই স্বস্তির নিঃশ্বাস। আবহাওয়া দপ্তরের আলিপুর হাওয়া অফিস। উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ, যার জেরে আগামী ৭২ ঘন্টা এই পরিস্থিতি বজায় থাকবে।

images 1 9

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই এই বৃষ্টিপাত চলবে, উত্তরবঙ্গের কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাত হবে বলেই পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঝড়ো হাওয়াও বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে। তবে কোলকাতায় এক নাগাড়ে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।


সম্পর্কিত খবর