হায় হায়! বাড়ল রান্নার গ্যাসের দাম! নতুন বছরের আগেই‌ পুড়ল কপাল

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : নতুন বছরের আগে এলপিজি গ্যাস সিলিন্ডারের নতুন দাম ধার্য করা হলো। তাতেই স্বস্তি মিললো না, গরিব সহ মধ্যবিত্তদের। ডিসেম্বর এই বৃদ্ধি পেয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Cylinder) দাম। যার ফলে হোটেল রেস্তোরাগুলিতে খেতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বাণিজ্যিক সিলিন্ডারের (Commercial Cylinder) দাম বৃদ্ধি 

ডিসেম্বর মাসে বাণিজ্যিক এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডারের দাম গড়ে ১৬.৫০ টাকা করে বৃদ্ধি পেয়েছে (Price Hike)। দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের (Commercial Cylinder) দাম বর্তমানে ১৮১৮.৫০ টাকা। কলকাতায় ১৯২৭টাকা, মুম্বাইতে ১৭৭১টাকা, চেন্নাইতে ১৯৮০.৫০ টাকা।

এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির কারণে হোটেল এবং রেস্টুরেন্ট গুলিতে খাবারের দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমনকি অনেক জায়গায় দাম বেড়ে গিয়েছে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও গৃহস্থের কাজে ব্যবহৃত অর্থাৎ ১৪ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি করা হয়নি। শেষবার আগস্টে এই দাম বৃদ্ধি পেয়েছিল।

আরোও পড়ুন : আর নেই চিন্তা! যাত্রীদের জন্য দুর্দান্ত পদক্ষেপ নিতে চলেছে রেল, মিলবে এই বড় সুবিধা

দিল্লিতে বর্তমানে গৃহস্থের জন্য ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের দাম ৮০৩টাকা, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বাইতে ৮০২.৫০ টাকা। গার্হস্থ্য সিলিন্ডারের দাম বৃদ্ধি না পাওয়ার কারণে মানুষের মধ্যে কিছুটা স্বস্তি বিরাজ করছে বর্তমানে। এমনিতেই ডিসেম্বর মাস মানেই হল উৎসবের মাস। এই সময়টাতেই বেশিরভাগ হোটেল রেস্তোরাগুলিতে প্রচুর সংখ্যক মানুষের ভিড় জমে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে হোটেল রেস্তোরাগুলির খাবারের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Commercial Cylinder

তবে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মহিলারা ১৪ কেজির গ্যাস সিলিন্ডার পেয়ে থাকেন ভর্তুকি সহ। যদিও সাধারণ গ্রাহকদের এই সিলিন্ডার কিনতে হয় বেশি টাকা দিয়ে। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম যেহেতু বৃদ্ধি পায়নি তাতে কিছুটা হলেও স্বস্তি রয়েছে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X