বাংলাহান্ট ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের (SSC Scam) দাবি তাঁদের বেআইনিভাবে নাম সুপারিশ করা হয়, অর্থাৎ ওই সব প্রার্থীদের চাকরি বৈধ নয়। কিন্তু এসএসসি-র দেওয়া ওই তালিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ৯ জন। তাঁদের দাবি, ওই তালিকায় তাঁদের নাম থাকারই কথা নয়। আদালতের নির্দেশে সেই ৯ জনকে এবার ডেকে পাঠানো হল কমিশনের দফতরে। জানা যাচ্ছে, আগামী সোমবার সকাল সাড়ে ১০ টার মধ্যে ওই ৯ জনকে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের। সঙ্গে তাঁদের চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় নথি নিয়ে আসারও নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার ওই তালিকায় থাকা ৯ জন হাইকোর্টের দ্বারস্থ হন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, ওই ৯ জনের নথি পুনরায় খতিয়ে দেখতে হবে। ওএমআর শিট দেখে তার রিপোর্ট হাইকোর্টে জমা করতে হবে কমিশনকে। এরপরই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ওই ৯ জনকে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে।
আদালতের নির্দেশ মেনে, দু দফায় সেই সমস্ত অযোগ্য শিক্ষকদের নামের তালিকা প্রকাশ করে এসএসসি। তাঁদের নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছে বলে দাবি কমিশনের। তালিকায় থাকা মোট ১৮৪ জনের মধ্যে ৮১ জন বর্তমানে চাকরি করেন বলে জানা গিয়েছে। যে তালিকা আদালতের কাছে কমিশন জমা করে তাঁদের মধ্যে ৯ জনই চ্যালেঞ্জ করেছেন এই সিদ্ধান্তকে।
হাইকোর্টের নির্দেশ, ওই ন’জনকে নিয়ে বৈঠকে বসতে হবে কমিশনকে। সেই বৈঠকে উপস্থিত থাকবেন ন’জনের আইনজীবী, কমিশনের চেয়ারম্যান ও কমিশনের আইনজীবী। আগামী সপ্তাহে বুধবারের মধ্যেই সেই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগে সোমবার তাঁদের ডেকে পাঠানো হয়েছে কমিশনের দফতরে।
অপরদিকে, অবৈধভাবে চাকরি প্রাপ্তদের নিয়োগ পত্র বাতিল করার অনুমতি চেয়ে শুক্রবার আদালতের দ্বারস্থ হয় এসএসসি। বিচারপতি জানান, এর জন্য আদালতে আসার প্রয়োজন নেই, নিয়োগপত্র বাতিল করার ক্ষমতা রয়েছে কমিশনের।