খেলা বন্ধ করতে তৎপর নির্বাচন কমিশন, চাইল রেকর্ড পরিমাণে আধাসেনা!

বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা ভোট সুষ্ঠ এবং শান্তিপূর্ণ করার জন্য তৎপর হয়েছে নির্বাচন কমিশন। এর আগেই কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে, এবারের ভোট শান্তিপূর্ণ ভাবেই করানো হবে। আর সেই কারণে প্রতিটি দফায় বিপুল সংখ্যক আধা সামরিক বাহিনী চাইছে নির্বাচন কমিশন। কোথায় কত কেন্দ্রীয় বাহিনীর দরকার, সেটা নিয়ে হিসেব কষেছে কমিশনের আধিকারিকরা।

central force1 e1552658233636

নির্বাচন কমিশনের সেই হিসেব অনুযায়ী পঞ্চম দফার ভোটের জন্য ৯৫৫ কোম্পানির বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পঞ্চম দফায় বর্ধমানের কয়েকটি আসন এবং নদিয়া আর উত্তর ২৪ পরগনা জেলায় ভোট গ্রহণ হবে। এছাড়াও জলপাইগুড়ি, দার্জিলিংয়ের সব আসন এবং কালিম্পংয়ের একটি আসনে ভোট হবে পঞ্চম দফায়।

প্রতিটি দফার জন্য কত সংখ্যক বাহিনীর প্রয়োজন সেটির হিসেব নিকেশ করেছে কমিশন। সেই হিসেব অনুযায়ী, প্রথম দফার প্রতিটি সেক্টরে ১৪ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে চলেছে নির্বাচন কমিশন। প্রথম দফার জন্য ৭৩২ কোম্পানির কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন আছে বলে জানাচ্ছে কমিশনের কর্তারা। প্রথম দফায় দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ার ৩০ টি আসনে ভোট হবে।

দ্বিতীয় দফায় দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়ার ৩০ টি আসনে ভোট হবে। এই দফার জন্য ৬৯৭ কোম্পানির আধাসামরিক বাহিনী চেয়েছে কমিশন।

তৃতীয় এবং চতুর্থ দফার জন্য ৬৯৪ এবং ৮৯৯ কোম্পানির আধাসামরিক বাহিনীর দরকার বলে জানিয়েছে প্রশাসন। এছাড়াও ষষ্ঠ, সপ্তম আর শেষ এবং অষ্টম দফার নির্বাচনের জন্য যথাক্রমে ৯৩২, ৭৬০ আর ৭১৫ কোম্পানির আধা সামরিক বাহিনীর দরকার বলে মনে করছেন কমিশনের আধিকারিকরা। বাংলার কোনও নির্বাচনেই এখনও পর্যন্ত এত পরিমাণে সেনা নিযুক্ত হয়নি।


Koushik Dutta

সম্পর্কিত খবর