মেয়েকে বক্সার তৈরি করতে ছেড়েছিলেন চাকরি, কমনওয়েলথে সোনা জিতে প্রতিদান দিলেন বক্সার নিতু

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিতু ঘাংহাস, মেরি কমের পরে প্রথম ভারতীয় মহিলা বক্সার হিসাবে ভারতকে স্বর্ণপদক এনে দিলেন। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ ডেমি-জেড রেজটানকে হারিয়ে চলতি কমনওয়েলথ গেমসে ভারতীয়দের সব রকম খেলা মিলিয়ে ১৪তম এবং নিজের প্রথম কমনওয়েলথ স্বর্ণপদক জিতেছিলেন তিনি। এটি এবারের কমনওয়েলথ গেমস প্রতিযোগিতায় ভারতের প্রথম বক্সিংয়ে সোনা প্রাপ্তি ছিল।

এই প্রতিযোগিতা মেরি কমের জুতোতে পা গলিয়েছিলেন নিতু। মেরি ইভেন্টের আগে অনুষ্ঠিত ট্রায়ালের সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। নিতু যদিও কখনও চাপ নেননি। সাফল্য পাওয়ার পর আত্মবিশ্বাসী নিতু বলেন, “এটা সবে শুরু, আমার অনেক পথ এগোনো বাকি আছে। আমি শুধু আমার কোচদের নির্দেশ অনুযায়ী কাজ করি, সেই থেকেই সাফল্য এসেছে। তিনি তার দীর্ঘমেয়াদী লক্ষ্য সম্পর্কে যথেষ্ট বাস্তববাদী। এরপর এশিয়ান গেমস ও অলিম্পিকে ভারতকে পদক এনে দেওয়াই লক্ষ্য হরিয়ানার ধানানা গ্রামের এই বক্সারের।

কমনওয়েলথে সোনা জেতার পর নিতুর মুখে প্রথমে উঠে এসেছে তার বাবার কথা। তিনি জানিয়েছেন যে আজ তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান হল তার জন্মদাতার। বাবার প্রসঙ্গে বলতে গিয়ে নিতু বলেন, “আমার লক্ষ্য পূরণ হয়েছে এবং এই স্বপ্নপূরণের পেছনে যার অবদান সবথেকে বেশি তিনি হলেন আমার বাবা। ছোটবেলা থেকেই তিনি আমার লক্ষ্য পূরণের জন্য কোন চেষ্টার ত্রুটি রাখেননি নিজে প্রচুর কষ্ট সহ্য করেছেন কিন্তু আমার প্রশিক্ষনে যাতে কোন অসুবিধা না হয় সেদিকে সব সময় লক্ষ্য রেখেছেন বাবা যদি এভাবে পাশে না দাঁড়াতো, তাহলে হয়তো আজকে এই জায়গায় পৌঁছাতেই পারতাম না।”

নিতু জানিয়েছেন যে তার বাবার আগ্রহেই তাঁর বক্সিংয়ে আসা। রোজ বাবার সঙ্গে ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিজের জেলার বক্সিং ক্লাবে যোগ দিতে যেতেন। তার মেয়েকে সর্বোচ্চ পর্যায়ের বক্সার বানানোর জন্য ভালো করে দেখভাল করার প্রয়োজন ছিল তাই নিজের হরিয়ানার সচিবালয়ের চাকরি থেকে তিন বছরের জন্য অবৈতনিক ছুটিও নিয়েছিলেন নিতুর বাবা ‘জয় ভগবান’। আত্মীয়দের কাছ থেকে টাকা ধার করে সংসার চালানোর পাশাপাশি নেতাকে পুষ্টিকর খাবারের দোকান দিয়েছেন। ছোট্ট জমিতে চাষ করেও অনেক সময় সংসার চালাতে হয়েছে। সব কষ্টই তিনি সহ্য করেছেন নিজের মেয়েকে প্রতিষ্ঠা করার জন্য। আজ তার লক্ষ্য পূরণ হয়েছে যার জন্য গোটা দেশবাসী তার মেয়েকে কুর্ণিশ জানিয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর