বিয়েতে বেশি খরচ করা যাবেনা! ‘ফতোয়া’ জারি বঙ্গ CPM-র, ফাঁপরে বিবাহযোগ্য বাম নেতারা

বাংলা হান্ট ডেস্ক : বেশ বিপাকে পড়েছে বাম নেতৃত্ব। সম্প্রতি সিপিএমের (Commumist Party of India) কেন্দ্রীয় কমিটি দেশ জুড়ে ‘ত্রুটি সংশোধন অভিযান’ শুরু করেছে। সেই অভিযানের অঙ্গ হিসাবে রাজ্য কমিটির তরফে পশ্চিমবঙ্গের (West Bengal) জেলায় জেলায় একটি প্রশ্নমালা পাঠানো হয়েছে। সেখানে সাতটি প্রশ্নের মধ্যে অন্যতম হল মার্ক্সবাদী নেতাদের ধর্মচর্চা এবং বৈভব পরিত্যাগ নিয়ে। বৈভবের প্রশ্নে লেখা রয়েছে, বিবাহ বা পারিবারিক অনুষ্ঠানে বিলাসবহুল ব্যয় পরিত্যাগ করার ক্ষেত্রে তাঁদের ভূমিকার বিষয়ে জানাতে।

এখানেই বিপাকে পড়তে হচ্ছে কয়েক মাসের মধ্যে বিয়ের পিঁড়িতে বসতে-চলা অনেক তরুণ সিপিএম নেতাকে। তাঁদের কেউ দলের সর্ব ক্ষণের কর্মী। কেউ বা অন্য ছোট চাকরি করেও দিনে পাঁচ-ছ’ঘণ্টা দলকে দেন। যেমন দক্ষিণ হাওড়ার এক তরুণ নেতা আগামী ডিসেম্বরে বিয়ে করবেন দীর্ঘ দিনের বান্ধবীকে। সেই নেতার বাবা কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মচারী। মা স্কুলশিক্ষিকা। বাবা-মায়ের সাধ— ছেলের বিয়ে দেবেন বেজায় ধুমধাম করে। কিন্তু পুত্র ভয় পাচ্ছেন, লোক খাওয়ালে সদস্যপদ চলে যাবে না তো?

cpm

হুগলির এক ছাত্রনেতার বিয়ে ঠিক হয়ে আছে আগামী বছরের ফেব্রুয়ারিতে। সূত্রের খবর, তাঁর বাবা ব্যবসায়ী। মা সরকারি কর্মচারী। ফলে তাঁরাও শখ মিটিয়ে পুত্রের বিবাহে আড়ম্বর করতে চান। যথেষ্ট আর্থিক ক্ষমতাও তাঁদের রয়েছে। কিন্তু সমস্যা দেখা দিয়ে ছেলের দলের প্রশ্নপত্র। ওই নেতাও ঘনিষ্ঠমহলে ‘বিড়ম্বনা’র কথা জানিয়েছেন।

একই অবস্থা উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের তরুণ নেতারও। তিনিও ঘনিষ্ঠদের কাছে স্পষ্টই বলছেন, ঘোর বিড়ম্বনায় পড়েছেন। এক দিকে পরিবার। অন্য দিকে দল।

তবে এরই পাশাপাশি অনেকে বেশ বিদ্রোহীও হয়ে উঠেছেন। তাঁদের বক্তব্য, অনেক নেতাকেই দেখা যায় দলের কোনও কোনও নেতার বৈভববহুল বিবাহে গিয়ে বিয়ের রেজিস্ট্রি ফর্মে সাক্ষীর সই করতে। তখন কেন তা নিয়ে প্রশ্ন তোলা হয় না? সামনেই যাঁদের বিয়ে, তাঁদের অনেককে অনিচ্ছাসত্ত্বেও মন্ত্র পড়ে শাস্ত্রমতে বিয়ে করতে হবে ‘বাড়ির চাপে’। কেউ কেউ বলছেন ‘সামাজিক চাপ’-এর কথাও। এঁদের অনেকে নিজেদের জেলার নেতৃত্বের সঙ্গেও এ নিয়ে আলোচনাও করেছেন বলে খবর। কোথাও জেলা নেতৃত্ব বিষয়টি বুঝছেন, আবার কোথাও সিদ্ধান্তের ভার ছেড়ে দিচ্ছেন তরুণদের উপরেই।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর