গুজরাটের আনন্দে দুই সম্প্রদায়ের মধ্যে খুনি সংঘর্ষ! আহত ১৩ গ্রেফতার ৪৬

বাংলা হান্ট ডেস্কঃ গুজরাটের (Gujrat) আনন্দ (Anand) জেলার খাম্বাত-এ (Khambhat) দুই সম্প্রদায়ের মধ্যে আচমকা দাঙ্গা (Riot) ছড়িয়ে পড়ার কারণে ১৩ জন আহত হয়ে পড়েন। দুই সম্প্রদায়ের উত্তেজক ভিড় একে অপরের কমপক্ষে ২৫ টি ঘর আর দোকান আর বাহনে আগুন লাগিয়ে দেয়। সেখানে দুই সম্প্রদায়ের মধ্যে বিগত একমাস ধরে সাম্প্রদায়িক সংঘর্ষ হওয়ার এটি দ্বিতীয় ঘটনা।

এর আগে ২৪ জানুয়ারি দুই সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা লেগেছিল, ওই দাঙ্গায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছিল। আনন্দ জেলার কার্যবাহ পুলিশ সুপার দিপ্য মিশ্রা অনুযায়ী, রবিবার আকবরপুরা এলাকায় দুই সম্প্রদায়ের মধ্যে গত ২৪ জানুয়ারি হওয়া দাঙ্গা নিয়ে বিতর্ক স্রসিতি হয়, এরপর তাঁরা নিজেদের মধ্যে মারপিট শুরু করে দেয় পড়ে সেটি পাথরবাজিতে বদলে যায়।

পুলিশ জানায় দাঙ্গা ছড়িয়ে পড়ার পিছনে আসল কারণ এখনো জানা যায়নি। আপতত তদন্ত চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রায় ১০০ পুলিশকর্মী এলাকায় মোতায়েন আছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর