বাংলাহান্ট ডেস্ক : ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) গতকাল রাতে ছিল হাই ভোল্টেজ ম্যাচ। পর্তুগাল (Portugal) বনাম মরোক্কো (Morocco)। আশাতীত ভাবে সিআর সেভেনের পর্তুগালকে ১-০ ব্যাবধানে হারিয়ে দেয় মরোক্কো। আর তারপরই ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়লো মাঠের বাইরেও। ফ্রান্সের (France) বিভিন্ন জায়গায় শুরু হলো দাঙ্গা। ফ্রান্সের শহর লিলী, চেপ্স এলিস এবং প্যারিস সহ আরও একাধিক জায়গায় ছড়িয়ে পড়ল দাঙ্গার আগুন। প্যারিসে দাঙ্গার সময়, মরোক্কোর সমর্থকরা ফ্রান্সের পুলিসকেও মারধর করা শুরু করে বলে জানা যাচ্ছে।
ইসলামিক দেশ মরোক্কোর কাছে পর্তুগালের হারের পরই ফ্রান্সে শুরু হল দাঙ্গা। সেই দাঙ্গায় আক্রমণ করা হল পুলিসকে। পুলিস পেটানোর ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, হাজার হাজার মানুষ পুলিসের উপর নির্বিচারে পাথর ছুঁড়ছে। পাথরের সঙ্গে ছোঁড়া হচ্ছে লাঠিও। এরই সঙ্গে গুলি চালানোরও শব্দ পাওয়া যাচ্ছে।
Young Moroccan fans attacking riot police tonight on Champs Élysées, the main street of Paris.
Riots also broke out in Lille and Avignon after Morocco defeated Portugal 1-0 at the World Cup tonight.pic.twitter.com/RTyzAqlvFt
— Visegrád 24 (@visegrad24) December 10, 2022
ফ্রান্সের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এই দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। দাঙ্গাবাজরা একাধিক গাড়ি ধ্বংস করে। লাগিয়ে দেয় আগুন। পুলিস তাদের থামানোর চেষ্টা করে। কিন্তু দাঙ্গাকারীদের সংখ্যা এতই বেশি যে বারবার পিছে হঠতে হয় পুলিস বাহিনীকে।
স্থানীয় সূত্রে খবর, মরোক্কোর জেতার সঙ্গে সঙ্গেই তার সমর্থকরা দলে দলে রাস্তায় বেরিয়ে আসতে শুরু করে। প্যারিসের বিখ্যাত পিরিসিয়ান মোড়ে একত্র হতে শুরু করে। এই বিরাট সংখ্যক ভিড় মরোক্কোর পতাকা ওড়াতে শুরু করে। মরোক্কোর সমর্থনে ওঠে স্লোগানও। শুধু তাই নয়, লাগাতার গাড়ির হর্ন বাজিয়েও শুরু হয় অত্যাচার। গাড়ির সহ একাধিক দোকানেও ভাংচুর চালানো হয়।
এরই মধ্যে দ্বিতীয় খেলায় ইংল্যান্ডের বিরুদ্ধে জিতে যায় ফ্রান্স। এবং তার পরই ফ্রান্সের সমর্থকরাও রাস্তায় নামতে শুরু করে। জটিল আকার নেয় পরিস্থিতি। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলে তাদের উপরও শুরু হয় আক্রমণ। বাধ্য হয়ে পিছু হঠতে হয় পুলিস বাহিনীকে।