বাংলা হান্ট ডেস্ক: গত মঙ্গলবার সন্ধ্যায় জানা যায় যে, এবারের পদ্মভূষণ প্রাপকদের তালিকায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নাম রয়েছে। যদিও পরে সরকারিভাবে বিবৃতি দিয়ে সেই সম্মান প্রত্যাখ্যান করেন তিনি।
একটি বিবৃতির মাধ্যমে বুদ্ধদেব ভট্টাচার্য জানিয়ে দেন যে, “পদ্মভূষণ পুরস্কার নিয়ে আমি কিছুই জানি না। আমাকে এনিয়ে কেউ কিছু বলেনি। যদি আমাকে পদ্মভূষণ পুরস্কার দিয়ে থাকে, তা হলে আমি তা প্রত্যাখ্যান করছি।”
আর এর পরেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয় রাজনৈতিক মহলে। বিজেপির পক্ষ থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করা হয়। অন্যদিকে তৃণমূলের কুণাল ঘোষ বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ দেওয়ার পেছনে “গভীর রাজনীতি” রয়েছে বলে মন্তব্য করেন।
এবার, এই ইস্যুতে বামপন্থীদের তীব্র আক্রমণ করলেন দিলীপ ঘোষও। এই প্রসঙ্গে তিনি জানান যে, “বুদ্ধবাবু পদ্মভূষণ নাও নিতে পারেন, সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। তবে কমিউনিস্টরা চিরদিন দেশের পরম্পরা ও সংস্কৃতিকে অপমান করেছে।”
পাশাপাশি, তিনি আরও বলেন যে, “এখানে সবকিছু নিয়ে রাজনীতি হয়। গতকাল পদ্মভূষণ দেওয়া হয়েছে। তা নিয়েও রাজনীতি শুরু হয়ে গিয়েছে। সবসময় মনে হয় পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বাইরে। সিপিআইএম একসময় যা করেছে, টিএমসিও তাই করছে। সাধারণ বাঙালিদের, যারা দেশপ্রেমিক, তাদের সব কিছুর বিরোধিতা করতে শেখানো হচ্ছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের সকালে অন্যান্য দিনের মতো প্রাতঃভ্রমণ সেরে মেদিনীপুর শহরের কোতবাজার এলাকায় চা-চক্রে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন কর্মসূচিও সারেন তিনি। সেখানেই প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রত্যাখ্যান নিয়ে মন্তব্য করতে দেখা যায় তাঁকে।