বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে (West Bengal) কোনো সভা হোক কিংবা মিটিং মিছিল, বিরোধীদের পুলিশি অনুমতি পেতে অধিকাংশ সময়ই সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ। আর এবার বিজেপির (BJP) একটি রক্তদান শিবিরকে ঘিরে পুলিশের অনুমতি না মেলায় মামলা কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। আর সেই মামালতেই রাজ্যের আইনজীবীর কথা শুনে বিস্মিত বিচারপতি কৌশিক চন্দ।
বিস্মিত হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি
গত ১৪ জুলাই বিজেপির টালিগঞ্জ তিন নম্বর মণ্ডলের পক্ষ থেকে বাঁশদ্রনি অগ্রদূত ক্লাবের সামনে রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে অনুমতি চাওয়া হয়েছিল। যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের কাছে আবেদন জানিয়েও সুরাহা হয়নি। মেলেনি অনুমতি। এরপরই উদ্যোক্তারা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়।
কেন অনুমতি দেওয়া হল না, সেই নিয়ে প্রশ্ন করলে রাজ্যের আইনজীবী জানান যেখানে শিবিরের আয়োজন হবে বলে আবেদন এসেছে সেই রাস্তা অত্যন্ত ঘিঞ্জি এবং প্রচুর গাড়ি, মানুষের যাতায়াত। তাই সেখানে রক্তদান শিবিরের আয়োজন করা হলে ট্রাফিকের সমস্যা হতে পারে। প্রচুর সাধারণ মানুষও সমস্যায় পড়বেন।
বিকল্প হিসেবে বিচারপতি উদ্যোক্তাদের বলেন, আপনারা এলাকার কোনও কমিউনিটি হল ভাড়া নিয়ে ওই শিবিরের আয়োজন করতে পারেন। উত্তরের মামলাকারীদের আইনজীবি জানান, ওই কমিউনিটি হলগুলি তৃণমূলের নেতৃত্বাধীন, সেখানে কোনোভাবেই বিজেপিকে অনুমতি দেওয়া হবে না।
রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতি জানতে চান, ওই এলাকায় পুরসভার কোনও কমিউনিটি হল আছে কি না! উত্তরে রাজ্যের আইনজীবী বলেন, “অভিনন্দন কমিউনিটি হল আছে। ভাড়া ৬০ হাজার টাকা। সেই টাকা দিলে রক্তদান শিবিরের অনুমতি মিলতে পারে।
আরও পড়ুন: হাইকোর্টে রাজ্যপাল ভার্সাস মমতা মামলার শুনানি শেষ, কি নির্দেশ দিলেন বিচারপতি রাও?
রাজ্যের আইনজীবীর কথা শুনে থ হয়ে যান হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি। কয়েক ঘণ্টার জন্য ৬০ হাজার টাকা কমিউনিটি হলের ভাড়া! এরপরই বিচারপতি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনাদের বিরুদ্ধে তো ভিসিলেন্সে অভিযোগ করা উচিত!”