চীন থেকে কোম্পানি সরাচ্ছে জাপান, লাভবান হতে পারে ভারত

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমানে সমগ্র বিশ্ব করোনা ভাইরাসের (COVID-19) কারণে আতঙ্কিত হয়ে রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসের কারণে মহামারি সৃষ্টি হয়েছে। চীনের (China) উহান শহর থেকে ছড়িয়ে এই মারণ ভাইরাস সমগ্র বিশ্বে নিজের তাণ্ডবলীলা চালিয়ে যাচ্ছে। সমগ্র বিশ্ব এই কারণে চীনকে দোষারোপ করছে। কিন্তু কোনকিছুতে কর্ণপাত না করে চীন চলছে তাঁদের মেজাজে। ক্রমাগত করোনা ভাইরাসের দায় নিজেদের উপর থেকে এড়াতে চাইছে।

china2222222222

এই সংকট এবং দুর্যোগের পরিস্থিতিতেও চীন তাঁদের ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করেই চলেছে। চীনে তৈরি বিভিন্ন নিম্নমানের এবং ত্রুটিপূর্ণ চিকিৎসা দ্রব্য বিভিন্ন দেশকে রপ্তানি করছে। তাঁর জন্য চড়া দাম নিয়ে মুনফা লাভের চেষ্টা করছে। সেই কারণে করোনা সংকটের মধ্যের চীনের বেশির ভাগ কারখানা খুলে দেওয়া হয়েছে। কিন্তু এখন বিশ্বের বিভিন্ন দেশ চীনের এই কাজের বিরুদ্ধেও রুখে দাঁড়িয়েছে।

চীনের এইরূপ কর্মকাণ্ডের জন্য চীন থেকে জাপানের (Japan) সমস্ত কোম্পানিকে সরিয়ে নিতে চাইছে জাপান সরকার। যাতে করে এই কোম্পানিগুলোকে লসের মুখ দেখাতে না হয়। এই জন্য জাপান সরকার আর্থিক প্যাকেজে প্রায় ১৬ হাজার ৭৮৬ কোটি টাকা ঘোষণা করেছেন। এই অর্থ চীন থেকে নিজেদের ব্যবসায়িক কোম্পানিগুলোকে সরিয়ে আনতে খরচা করবে জাপান। জাপান সরকার এখন চাইছে তাঁদের উৎপাদিত পণ্যের কোম্পানিগুল চীন থেকে বেরিয়ে আসুক।

corona 222222 1

আবার যদি কোন কোম্পানি চীন থেকে বেরিয়ে জাপানে না গিয়ে বিশ্বের অন্য কোন দেশে গিয়ে কোম্পানি শুরু করতে চায়, তাহলে জাপান সরকার তাঁদের জন্য ২৩.৫ আরব ইএন খরচ করার সিদ্ধান্ত নিয়েছেন। সামান্য তম জিনিসের জন্যও জাপান চীনের উপর ভরসা করত। কিন্তু লকডাউনের সময় ফেব্রুয়ারী মাসে চীন থেকে আসা পণ্যের ২৫ শতাংশ লস হয়। করোনা ভাইরাসের কারণে এখন জাপানের যেসব কোম্পানি চীনে কর্মরত অবস্থায় ছিল, তাঁর ৩৭ শতাংশ কোম্পানি এখন চীন থেকে বেরিয়ে আসতে চাইছে। কারণ এই সংকটের সময় চীনে কাজ করা তাঁদের পক্ষে ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে।

india 1

জাপানের এই সিদ্ধান্তে ভারতও অনেক লাভবান হতে পারে। কারণ বিশ্বের বিভিন্ন বড় কোম্পানিগুলো ব্যবসার দিক থেকে ভারতকে একটি বড় লাভজনক দেশ হিসাবে মনে করে। এই সময় ভারত জাপানের ওইসব কোম্পানিগুলোকে লাভজনক অফার দিয়ে নিজের দেশে ডাকতে পারে। চীনের বিরুদ্ধে জাপান সোচ্চার হওয়ার পর এবার অন্যান্য দেশরাও চীন থেকে তাঁদের কোম্পানি সরিয়ে নিয়ে পারে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর