বাংলা হান্ট ডেস্ক :- অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে, তারা নাকি অন্য সবার ভোট দিয়ে দিয়েছে৷ এদিন তারকেশ্বর সংলগ্ন তালপুর এর নষ্করপুর এলাকায় ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, তৃণমূল নেতা মহারাজা নাগ সাথে এক বৃদ্ধাকে নিয়ে পোলিং বুথে এসে উপস্থিত হন,তার ভোট দেওয়ার জন্য৷ এরপর তাকে বুথের ইভিএম মেশিন পর্যন্ত নিয়ে যেতে সবাই দেখতে পায়৷ অভিযোগ,ওই বৃদ্ধার ভোটটি হয়তো তিনিই দিয়েছেন ৷ঠিক এরপরই ১১০ নং বুথে এই রকমই একটি অনিয়মের জন্য ষড়গোল দেখা দেয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই নির্বাচন কমিশন এই ঘটনার পুরো তথ্যটি চেয়েছে৷ খবর অনুযায়ী এই কথাটিও স্পষ্ট যে ১১০ নং বুথের প্রিসাইডিং অফিসারকে অনির্দিষ্টকালের জন্য সরিয়ে দেওয়া হয়েছে।
সকাল থেকেই সব বুথের উত্তেজনা একেবারে তুঙ্গে৷ আবার বেশ কিছু বুথে ইভিএম মেশিন নষ্ট হয়ে পড়ার থাকার কারণে বন্ধ ছিল ভোটগ্রহণ পদ্ধতি৷ এক্ষেত্রে আবার দু’দলের কর্মীদের মধ্যে বচসার ঘটনাও সামনে এসেছে বলে।