স্বদেশী RuPay কার্ডের জন্য ভারতে ব্যাবসায় ক্ষতি! আমেরিকার কাছে অভিযোগ Visa-র

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভিসা ইনকর্পোরেশন (VISA Card) মার্কিন সরকারের কাছে অভিযোগ করে জানিয়েছে যে, ভারত সরকার ফরম্যাল এবং ইনফরম্যাল পদ্ধতিতে অভ্যন্তরীণ পেমেন্ট প্রতিদ্বন্দ্বী Rupay কার্ডের (Rupay Card) প্রচার করছে। যার ফলে আমেরিকান জায়ান্ট কোম্পানি ভিসা ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানা গিয়েছে। যদিও বর্তমানে ভিসা সর্বদা প্রকাশ্যে প্রমাণ করার চেষ্টা করছে যে RuPay-র বৃদ্ধির দ্বারা তাদের ব্যবসা কোনোভাবেই প্রভাবিত হচ্ছেনা। কিন্তু, বাস্তবে এর উল্টো ঘটছে।

যদিও, এর আগেও ভিসা Rupay এবং প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে মার্কিন সরকারের কাছে অভিযোগ জানিয়েছে। শুধু তাই নয়, Mastercard-ও ট্রাম্প প্রশাসনের কাছে Rupay এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করেছে। এদিকে, এই মুহূর্তে আমেরিকা রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করার ফলে সেখানকার বাজারও ভিসার হাতছাড়া হয়েছে। এর জেরে আবারও ভিসা নতুন করে সমস্যায় পড়ে গিয়ে ফের মার্কিন সরকারের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ জানায়।

প্রসঙ্গত উল্লেখ্য, মার্কিন বাণিজ্য প্রতিনিধি (USTR) Katherine Tai এবং কোম্পানির CEO Alfred Kelly সহ কয়েকজন এক্সিকিউটিভদের মধ্যে গত ৯ আগস্ট অনুষ্ঠিত একটি বৈঠকেও ভিসার পক্ষ থেকে অনুরূপ অভিযোগ করা হয়েছিল। Mastercard-ও USTR-এর কাছে অনুরূপ অভিযোগ করেছিল। এই প্রসঙ্গে ২০১৮ সালে রয়টার্স রিপোর্টের মাধ্যমে জানায় যে, সংস্থাটি USTR-এর কাছে অভিযোগ করেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্থানীয় নেটওয়ার্কগুলিকে প্রচার করতে জাতীয়তাবাদের আশ্রয় নিচ্ছেন।

এদিকে, প্রধানমন্ত্রী মোদী বেশ কয়েক বছর ধরে RuPay কার্ডের প্রচার করছেন। আর এটাই ভিসা এবং Mastercard-এর জন্য এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালের নভেম্বর পর্যন্ত ভারতে প্রায় ৯৫.২ কোটি ডেবিট এবং ক্রেডিট কার্ড ছিল। যার মধ্যে ৬৩ শতাংশ ছিল RuPay কার্ড। যদিও, ২০১৭ সালে এই সংখ্যা ছিল মাত্র ১৫ শতাংশ। অর্থাৎ ঠিক তিন বছরের মধ্যেই Rupay-র ব্যবসা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। যে কারণে Rupay সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে ভিসার।

পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী ২০১৮ সালে একটি ভাষণে বলেছিলেন যে, “সবাই সীমান্তে গিয়ে দেশের প্রতিরক্ষার জন্য লড়াই করতে পারে না, তবে আমরা রূপে কার্ড ব্যবহার করে দেশের সেবা করতে পারি।” অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও গত বছর জানিয়েছিলেন, ব্যাঙ্কগুলির শুধুমাত্র RuPay কার্ডের প্রচার করা উচিত। এছাড়াও, সরকার পাবলিক ট্রান্সপোর্টের পেমেন্টের জন্যও RuPay কার্ডের প্রচার করেছে।

যদিও, ভারতে RuPay কার্ডের সংখ্যা অনেক বেশি হলেও বেশিরভাগ লেনদেন এখনও ভিসা এবং মাস্টারকার্ডের মাধ্যমে করা হয়। কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের অধীনে বেশিরভাগ ক্ষেত্রে RuPay কার্ডগুলিকে ব্যাঙ্কগুলি জারি করেছে। USTR-এর ইমেল অনুযায়ী, ভিসা মার্কিন সরকারকে বলেছে যে, RuPay-এর সাথে ট্রানজিট কার্ড লিঙ্ক করার জন্য ভারতের চাপ এবং RuPay কার্ড ইস্যু করার জন্য ব্যাঙ্কগুলির চাপ নিয়ে তারা উদ্বিগ্ন।

WhatsApp Image 2022 03 09 at 6.41.33 PM

উল্লেখ্য যে, ভারত মাস্টারকার্ড এবং ভিসার জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। কিন্তু ২০১৮ সালে কেন্দ্রীয় ব্যাঙ্ক একটি নির্দেশ দিয়েছিল যে, সংস্থাগুলিকে ভারতে অর্থপ্রদানের ডেটা সংরক্ষণ করতে হবে। যা এই সংস্থাগুলির জন্য অনেক সমস্যা তৈরি করেছে। একই কারণে মাস্টারকার্ডকে ভারতে নিষেধাজ্ঞার মুখোমুখি পড়তে হয়েছিল। কারণ কেন্দ্রীয় ব্যাঙ্কের মতে তারা ২০১৮ সালের নির্দেশাবলী অনুসরণ করেনি। এদিকে, USTR-এর এক আধিকারিক ভারতের মাস্টারকার্ড নিষিদ্ধ করার সিদ্ধান্তকে অত্যন্ত কঠোর বলে অভিহিত করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর