ভরা কনসার্টে মেজাজ হারিয়ে কেলেঙ্কারি, পহেলগাঁও হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অভিযোগ দায়ের সোনুর বিরুদ্ধে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পহেলগাঁও হামলা নিয়ে উত্তাল হয়ে রয়েছে দেশ। ২৬ জনের মৃত্যুর প্রতিবাদে পালটা আঘাত হানার জন্য ফুঁসছে দেশবাসী। টানটান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ভারতে নিষিদ্ধ হচ্ছেন একের পর এক পাকিস্তানি শিল্পী। এর মাঝেই পহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে ‘উসকানিমূলক’ মন্তব্য করে বিপাকে জড়ালেন সোনু নিগম (Sonu Nigam)। অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে।

পহেলগাঁও হামলা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ সোনুর (Sonu Nigam) বিরুদ্ধে

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। ২৫ এবং ২৬ শে এপ্রিল বির্গোনগরে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ছিল সোনুর কনসার্ট। অনুষ্ঠান চলাকালীন এক শ্রোতা তাঁকে একটি কন্নড় গান গাইতে বলেন। কিন্তু বিষয়টিকে ঔদ্ধত্য এবং অভদ্র মনে করে ফুঁসে ওঠেন সোনু (Sonu Nigam)। পালটা সেই শ্রোতার উদ্দেশে তিনি বলেন, ‘ওর জন্ম হওয়ার আগে থেকে আমি কন্নড় ভাষায় গান গাইছি। এই কারণেই পহেলগাঁও হামলা হয়েছে, এই ধরণের আচরণের জন্য। অন্তত এমন দাবি করার আগে দেখে নাও তোমার সামনে কে আছে’।

Complaint lodged against sonu nigam for commenting on pahalgam attack

দায়ের হয়েছে অভিযোগ: সোনুর (Sonu Nigam) এই মন্তব্যে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। গায়কের মন্তব্যকে ‘উসকানিমূলক এবং বিভেদ সৃষ্টিকারী’ বলে অভিযোগ তুলেছে কর্ণাটক রক্ষণ ভেদিকে নামে একটি গোষ্ঠী। কন্নড় ভাষা এবং মানুষদের অপমান করার অভিযোগ এনেছেন তাঁরা সোনুর বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, গায়কের মন্তব্য শুধু অমানবিক নয়, বিপদজনকও বটে।

আরো পড়ুন : ‘এটা অমৃত’, পরেশের বক্তব্যকেই সমর্থন, নিজের প্রস্রাব পানের সুফল নিয়ে দাবি বলিউড অভিনেত্রীর!

কী জানাল পুলিশ: সোনুর (Sonu Nigam) বিরুদ্ধে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ‘একটি সাধারণ গানের অনুরোধকে জঙ্গি হামলার সঙ্গে তুলনা করে কন্নড় মানুষদের অসহিষ্ণু বলে তুলে ধরেছেন সোনু নিগম। ভাষাগত ঘৃণা উসকে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত করেছেন তিনি।’

আরো পড়ুন : কাশ্মীর হামলার আবহেই জোরালো গুঞ্জন, এবার সেনা জওয়ানের চরিত্রে সলমন! দর্শক টানতে বড় চমক

সোনুর বিরুদ্ধে অভিযোগ এনে এফআইআর দায়ের করার দাবি তুলেছে ওই দল। বেঙ্গালুরু পুলিশের তরফেও অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি বলেই জানানো হয়েছে। অন্যদিকে এই বিতর্ক নিয়ে সোনুও এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X