বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর ফুঁসে উঠছিল গোটা বাংলা। প্রতিবাদে সরব হয়েছিল চিকিৎসকদের একটি বৃহৎ অংশ। এবার আরজি কর আন্দোলনের সমর্থক চিকিৎসকদের বিরুদ্ধে বিরাট অভিযোগ! প্রশ্নপত্র ফাঁস করার অভিযোগ আনা হয়েছে দু’জন ডাক্তারের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে নালিশ করেছেন পিজিটি জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) একাংশ।
মমতার (Mamata Banerjee) কাছে অভিযোগ জানাতেই শুরু শোরগোল!
জানা যাচ্ছে, চিকিৎসক তাপস প্রামাণিক এবং নীলাঞ্জন ঘোষের বিরুদ্ধে পরীক্ষা শুরুর আগেই আন্দোলনকারীদের হাতে প্রশ্নপত্র পৌঁছে দেওয়ার অভিযোগ আনা হয়েছে। যা নিয়ে সোজা মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছেন পিজিটি জুনিয়র চিকিৎসকদের একটি অংশ। সেই অভিযোগের প্রতিলিপি পেয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট বিরোধী WBJDA।
এই নিয়ে সংশ্লিষ্ট সংগঠনের নেতা শ্রীশ চক্রবর্তী কড়া আক্রমণ শানিয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের (WBJDF) অন্যতম ‘মুখ’ তথা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো, আসফাকুল্লা নাইয়াকে। অন্যদিকে আবার পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত চেয়ে চিঠি দিয়েছেন চিকিৎসক তাপস প্রামাণিক। আরজি কর কর্তৃপক্ষকে তিনি চিঠি দিয়েছেন বলে খবর।
আরও পড়ুনঃ ‘রাজ্যের অবস্থা দুঃখজনক’! বড় নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি বসু! কোন মামলায়?
এই বিষয়ে WBJDA-এর নেতা শ্রীশ চক্রবর্তী বলেন, ‘পরীক্ষা দিতে গিয়ে হয়তো কিছু পড়ুয়া প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা বুঝতে পেরেছে। এরপরেই অভিযোগ জানিয়েছেন। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা সত্যি যদি প্রোটোকলের বাইরে গিয়ে প্রশ্নপত্র ফাঁস করে থাকেন, তাহলে আমরা চাই কড়া শাস্তি হোক। আমরা চাই, কোনও পড়ুয়া যেন নিজেদের বঞ্চিত না মনে করে। অভিযোগ সত্যি হলে উচিত শাস্তি দেওয়া হোক’।
ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের এই জল গড়িয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অবধি। তাঁর কাছে নালিশ করেছেন পিজিটি জুনিয়র চিকিৎসকদের একাংশ। পরবর্তীতে এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।