শহরে বেআইনি নির্মাণের রমরমা! বাধ্য হয়ে ফিরহাদকে চিঠি পাঠালেন জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শহরের বেআইনি নির্মাণের (Illegal Construction) অভিযোগ আজকের নয়। উত্তর থেকে দক্ষিণ, বিগত সময়ে রাজ্যে ভুরি ভুরি অবৈধ নির্মাণের অভিযোগ সামনে এসেছে। ঘটেছে বিপর্যয়। গিয়েছে প্রাণ। একাধিক মামলায় বেআইনি নির্মাণ নিয়ে কড়া নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তবে শহরজুড়ে (Kolkata) তাও অবৈধ নির্মাণের রমরমা কমে নি। এবার রাজ্যের শাসকদলের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা চিকিৎসক দেবপ্রিয় মল্লিক বেআইনি নির্মাণের অভিযোগ তুললেন।

ফের শহরে বেআইনি নির্মাণের অভিযোগ | Illegal Construction

শহরে বেআইনি নির্মাণের অভিযোগে ইতিমধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছেন দেবপ্রিয় মল্লিক। তার অভিযোগ, মাত্র ১০ ফুটের রাস্তার উপর চারতলা প্রাসাদোপম বহুতল গড়ে উঠেছে। অভিযোগ একই সঙ্গে ১০ হাজার বর্গফুটের ভূগর্ভস্থ পার্কিং তৈরি করা হচ্ছে।

দেবপ্রিয়বাবুর অভিযোগ, এই অবৈধ নির্মাণের বিষয়ে পুরসভার বিল্ডিং বিভাগের ডিজিকে অভিযোগ জানিয়েছেন তিনি। কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। তাই মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি লিখতে বাধ্য হয়েছেন দেবপ্রিয় মল্লিক।

আরও পড়ুন: মঙ্গলবার থেকেই সাইক্লোনের তাণ্ডব? ৯০ কিমি বেগে ঝড়, বাংলার কোথায় কোথায় প্রভাব পড়বে?

মেয়রকে দেওয়া চিঠিতে আর্কিটেক্ট ও ডেভলপারের নামের উল্লেখ করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা। অভিযোগ, ২৮/৩ এ টেগোর ক্যাসেল স্ট্রিট ঠিকানায় সম্পূর্ণভাবে বেআইনিভাবে চারতলা বহুতল নির্মাণ করা হচ্ছে। তার অভিযোগ, সরু গলিতে প্রোমোটার টাকার জোরে আর কিছু গুন্ডাদের হাত করে এই কাজ করছেন। এছাড়াও নিজের লেখা চিঠিতে ওই বেআইনি নির্মাণ নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরেছেন দেবপ্রিয় মল্লিক।

ভিডিও দেখুন: https://youtu.be/ClqTt_hoxiM?si=bmlyfLx13SiO3vWk

এদিকে এতদিন কাজ না হলেও চিঠির পাওয়ার পর বিল্ডিং বিভাগের ডিজি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানান দেবপ্রিয় মল্লিক। বলেন ডিজি গোটা বিষয়টি দেখে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X