৩১ ডিসেম্বরের আগে মিটিয়ে নিন এই সমস্ত কাজগুলি, নাহলে হয়ে যাবে বড় ক্ষতি

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২১ সালের শেষ হতে আর বাকি দিন চারেক। চলতি মাসের শেষের দিকে, আপনাকে সেরে রাখতে হবে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ সামলাতে হবে। তা না হলে আপনাকে বেশ বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে। আপনি যদি এখনও আয়কর রিটার্ন দাখিল না করে থাকেন, তাহলে ৩১শে ডিসেম্বর শেষ হওয়ার আগেই তা করে দিন। একই সময়ে, ইপিএফও ও পিএফ অ্যাকাউন্টধারীদের শুধুমাত্র এই মাসের শেষ পর্যন্ত নমিনি নির্ধারণ করার জন্য সময় দেওয়া হচ্ছে।

২০২০-২১ আর্থিক বছরের জন্য আয়কর রিটার্ন চূড়ান্ত করার মেয়াদ রয়েছে ৩১শে ডিসেম্বর অবধি। ট্যাক্স বিশেষজ্ঞদের মতে, সময়সীমার আগে কাজটি সম্পূর্ণ করলে আপনি জরিমানা দেওয়ার হাত থেকে তো বাঁচবেনই, তাছাড়াও আরও অনেক সুবিধাও পেয়ে যাবেন আপনি। আপনি যদি নির্ধারিত তারিখের আগে ট্যাক্স রিটার্ন না করেন তবে আপনাকে দিতে হতে পারে বড় অঙ্কের জরিমানা। তাই কাজটি যদি সময়মতো মিটিয়ে নেন তাহলে লিগ্যাল নোটিশ পাওয়ার ভয় থাকে না।

এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন সমস্ত পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের একজন নমিনি দাখিল করতে করতে অনুরোধ করেছে। ইপিএফও নমিনি নির্বাচন করার শেষ তারিখ হিসাবে বছরের শেষ দিনটিকে নির্ধারণ করেছে। আপনি যদি ৩১ ডিসেম্বরের মধ্যে আপনার অ্যাকাউন্টে নমিনি না যোগ না করেন, তাহলে আপনাকে মুশকিলে পড়তে হতে পারে। আপনি অনলাইনেই এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন।

এই নিয়মটি তৈরি করার কারণ, মনোনয়ন করা ইপিএফ সদস্যের মৃত্যুর ক্ষেত্রে পিএফ অর্থ, কর্মচারী পেনশন স্কিম এবং কর্মচারী আমানত সংযুক্ত বীমা প্রকল্প এর সুবিধা পেতে সহায়তা করে। চলতি মাসের শেষের দিকে অডিট রিপোর্ট দাখিল করাও বাধ্যতামূলক। প্রকৃতপক্ষে, যে ব্যবসায়ীদের বার্ষিক আয় ১০ কোটি টাকার বেশি, তাদের আয়কর রিটার্ন সহ একটি অডিট রিপোর্ট জমা দিতে হবে। যে সমস্ত অন্য পেশার মানুষদের বার্ষিক আয় ৫০ লক্ষ্য টাকা, তাদেরও আয়ের উপর অডিট রিপোর্ট দাখিল করতে হবে ৩১ শে ডিসেম্বরের মধ্যে।

New indian 2000 Rs Currency Note

এছাড়া সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা উৎসবের মরসুমে উপলক্ষ্যে হোম লোনের সুদের হার কমিয়ে ৬.৫০ শতাংশ করেছে। অর্থাৎ এখন আপনি সুলভ হারে হোম লোন নিতে পারবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নতুন ঋণ ছাড়াও অন্য ব্যাঙ্ক থেকে স্থানান্তরিত হোম লোনেও নতুন সুদের হারের সুবিধা পাওয়া যাবে। তবে এই সুবিধাও পাওয়া যাবে স্রেফ ৩১ শে ডিসেম্বর অবধি।

সম্পর্কিত খবর

X