বাংলা হান্ট ডেস্কঃ একি কাণ্ড! যার কাছ থেকে রাজ্য সরকার (Government Of West Bengal) জমি কিনেছিল সেই মহিলার কাছে টাকা ফেরত চেয়ে গেল চিঠি। এবার আর কোনো উপায় না পেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। জানা গিয়েছে, আজ থেকে প্রায় এক বছর আগে মুর্শিদাবাদের (Murshidabad) এক নিরক্ষর মহিলার কাছ থেকে প্রায় দেড় বিঘা জমি কিনে নিয়েছি রাজ্য সরকার। ইতিমধ্যেই সেই জমির নতুন দলিলও তৈরি হয়ে গিয়েছে। সেই মহিলার বিরুদ্ধেই এবার মারাত্মক অভিযোগ এনেছে জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা শাসকের দাবি, ওই বিক্রেতা মহিলা ভুল বুঝিয়ে বেশি জমি তাদের ব্লক ভূমি সংস্কারের অধিকারীকে বিক্রি করেছেন। তবে এত পরিমাণ জমি তাদের প্রয়োজন নেই। এই অবস্থায় সেই জমির অর্ধেক পরিমাণ পুনরায় ফিরিয়ে নিয়ে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য মহিলার কাছে চিঠি পাঠানো হয়েছে। যা দেখে থ ওই মহিলা।
এরপরই ওই কামেলা বিবি নামের ওই মহিলা মুর্শিদাবাদ জেলা প্রশাসনের কাছে পাল্টা নোটিস পাঠিয়েছেন। কিভাবে একজন নিরক্ষর মহিলা প্রশাসনকে ভুল বুঝিয়ে সরকারের কাছে অতিরিক্ত জমি বিক্রি করতে পারে সেই প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি আইন অনুযায়ী বিক্রিত জমির টাকা ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলেও জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: চিন্তা নেই! সোমবারের মধ্যেই সব অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা! বড় ঘোষণা রাজ্যের
ইতিমধ্যেই জেলা প্রশাসনের বিরুদ্ধে মামলা করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে সরকার তরফে দেওয়া চিঠি সাতদিনের মধ্যে ফিরিয়ে নিতে হবে। অন্যথায় হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানানো হয়েছে। মুর্শিদাবাদের এই ঘটনা চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে সরকারি আধিকারিকদের ভূমিকা নিয়েও।