বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর (Pranab Mukherjee) শারীরিক অবস্থা নিয়ে দিল্লীর আর্মি হাসপাতাল জানায় যে, ওনার অবস্থা এখনো সঙ্কটজনক। হাসপাতালে একটি বয়ান জারি করে বলেছে, ‘ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে অসুস্থ অবস্থায় ১০ ই আগস্ট সেনা হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে পরীক্ষার সময় ওনার মস্তিস্কে রক্ত ক্ষরণের মামলা সামনে আসে। এরপর ওনার সার্জারি করা হয়। সার্জারির পর ওনাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। ওনার শারীরিক অবস্থা এখনো সঙ্কটজনক, এবং উনি করোনায়ও আক্রান্ত হয়েছেন।”
Post surgery, Pranab Mukherjee continues to remain critical; he is on ventilator support: Hospital
— Press Trust of India (@PTI_News) August 11, 2020
এর আগে ৮৪ বছর বয়সী প্রণব মুখার্জী ট্যুইট করে লেখেন, ‘আমি রুটিন চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলাম। সেখানে আমার করোনার রিপোর্ট করানো হয়, আর রিপোর্ট পজেটিভ আসে। আমি সবাইকে অনুরোধ করছি যে, যারা যারা বিগত কয়েকদিনে আমার সম্পর্কে এসেছেন, তাঁরা নিজের পরীক্ষা করিয়ে নিন।” জানিয়ে দিই, কংগ্রেসের বরিষ্ঠ নেতা প্রণব মুখার্জী ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত রাষ্ট্রপতি ছিলেন।
Medical examination of Pranab Mukherjee revealed large brain clot for which he underwent emergency life-saving surgery: Hospital
— Press Trust of India (@PTI_News) August 11, 2020
দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রণব মুখার্জীর দ্রুত সুস্থ হওয়ার কামনা করেছেন। উনি প্রণব মুখার্জীর মেয়ে শর্মিষ্ঠা মুখার্জীর সাথে কথা বলে, প্রণব বাবুর স্বাস্থ্যের খবর নেন। রাষ্ট্রপতি ভবন ট্যুইট করে জানায়, ‘রাষ্ট্রপতি প্রণব কন্যা শর্মিষ্ঠার সাথে কথা বলে ওনার স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্বন্ধ্যে জেনেছেন এবং ওনার দ্রুত আরোগ্যের কামনা করেছেন।”