বাঁচিয়েছিলেন ঋষভ পন্থের প্রাণ! সেই যুবকই নিলেন চরম সিদ্ধান্ত, মৃত্যুর সাথে লড়ছেন পাঞ্জা

বাংলা হান্ট ডেস্ক: ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant) ২০২২ সালের ৩০ ডিসেম্বর একটি ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। সেই সময়ে ঋষভ পন্থের জীবন বাঁচিয়েছিলেন রজত কুমার এবং নিশু নামের দুই যুবক। কিন্তু, এবার রজত কুমার নিজেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, রজত তাঁর প্রেমিকার সাথে বিষ খেয়েছিলেন। যার ফলে তাঁর প্রেমিকার মৃত্যু হয়েছে। অন্যদিকে, রজত অত্যন্ত সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

প্রাণ বাঁচিয়েছেন ঋষভ পন্থের (Rishabh Pant):

জানিয়ে রাখি যে, রজত মুজাফফরনগরের শকরপুরে অবস্থিত মাজরা বুছা বস্তির বাসিন্দা। এমতাবস্থা়য়, তাঁর বান্ধবীর পরিবারের অভিযোগ, দু’দিন আগে রজত তাঁদের মেয়েকে প্রলোভন দেখিয়ে সঙ্গে নিয়ে যান। এরপর তাঁকে বিষ খাওয়ানো হয়। তরুণীর মা কমলেশ রজত ও অন্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে বর্তমানে রজতের অবস্থা সংকটজনক। এমতাবস্থায়, রজতের জ্ঞান ফেরার পর তাঁর বক্তব্য রেকর্ড করবে পুলিশ।

Condition of young man who saved Rishabh Pant's life.

৫ বছরের প্রেম: জানা গিয়েছে যে, ঋষভ পন্থের (Rishabh Pant) প্রাণ বাঁচানো রজত গত ৫ বছর ধরে মনু নামে ২১ বছর বয়সী এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন। কিন্তু, তাঁদের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। আসলে দু’জনের পরিবারই তাঁদের অন্যত্র বিয়ে ঠিক করেছিল। যার ফলে ক্ষুব্ধ প্রেমিক যুগল গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি মাঠে বিষপান করেন। তাঁরা দু’জনেই মাঠে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। খবর পেয়েই তাঁদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উত্তরাখণ্ডের ঝাবরেদা নার্সিংহোমে ভর্তি করে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তরুণীটির মৃত্যু হয়। রজত এখনও চিকিৎসাধীন।

আরও পড়ুন: ট্যাক্স স্ল্যাবে হচ্ছে বদল? নতুন আয়কর বিলে ঘটল কী কী পরিবর্তন? বিভ্রান্তি দূর করতে জানুন বিস্তারিত

পন্থ স্কুটার উপহার দিয়েছিলেন: জানিয়ে রাখি যে, রজত ২০২২ সালের ৩০ ডিসেম্বরে ক্রিকেটার ঋষভ পন্থের (Rishabh Pant) কাছে দেবদূত হয়ে এসেছিলেন। আসলে, ঋষভের মার্সিডিজ গাড়িটির ডিভাইডারের সাথে ধাক্কা লেগেছিল। গাড়িতে করে রুরকি যাচ্ছিলেন ঋষভ। এরপর দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনার পরে ঋষভকে হাসপাতালে নিয়ে যান রজত ও নিশু।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ODI-তেই কিং কোহলির “বিরাট” রেকর্ড! টেক্কা দিলেন সচিনকেও

এদিকে, ওই ভয়াবহ দুর্ঘটনায় আহত ঋষভ পন্থ (Rishabh Pant) বেশ কয়েক মাস চিকিৎসার পর সুস্থ হয়ে ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন। শুধু তাই নয়, ঋষভ তাঁর প্রাণ বাঁচানোর জন্য রজত এবং নিশুকে স্ক্রুটার উপহার দিয়ে ধন্যবাদ জানিয়েছিলেন। কয়েক মাস আগেই ঋষভ পন্থের কাছ থেকে স্কুটি উপহার পাওয়ার পর রজত এবং নিশু ফের খবরের শিরোনামে উঠে এসেছিলেন। তবে, এবার রজত ভয়ানক কাণ্ড ঘটিয়ে রীতিমতো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর