বাংলাহান্ট ডেস্ক : কন্ডোম! নামটার সঙ্গে আমরা সবাই কম-বেশি পরিচিত। আজকের দিনে দাঁড়িয়ে ভারতে (India) কন্ডোমের ব্যবহার বৃদ্ধি পেলেও কন্ডোমের ইতিহাস কিন্তু বেশ পুরনো। শুধু তাই নয়, সময়ের সাথে তাল মিলিয়ে কন্ডোমেও এসেছে হরেক রকমের বদল। একটা সময় ছিল, যখন সাধারণ মানুষের বিশ্বাস ছিল, কন্ডোমের ব্যবহার করলে যৌনসুখ মেলে না।
ভারতে (India) কন্ডোমের রাজধানী কাকে বলে?
কিন্তু, যুগের সাথে সাথে কন্ডোম (Condom) সম্পর্কে ধারণা এবং কন্ডোম তৈরির পদ্ধতিতে বদল আসার পরেই আমজনতার জীবনে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে কন্ডোম। ইতালির চিকিৎসক গ্যাব্রিয়েল ফ্যালোপিও প্রথম কন্ডোম সম্পর্কে ধারণা দিলেও আজ কিন্তু ভারতেই বহু রকমের কন্ডোম তৈরি হয়। এমনকি, আপনারা জানলে অবাক হবেন ভারতে তৈরি হওয়া কন্ডোম পৌঁছে যায় বিদেশের মাটিতেও।
আরোও পড়ুন : আজকের রাশিফল ২১ ফেব্রুয়ারি, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির
তবে, ভারতের (India) কোন শহরকে কন্ডোমের রাজধানী বলা হয় সেই সম্পর্কে কি কোন ধারনা আছে আপনাদের? আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। শহরটি মারাঠা ভূমি মহারাষ্ট্রে অবস্থিত। শহরটির নাম ঔরঙ্গাবাদ (Aurangabad)। এখন, প্রশ্ন হল কেন ঔরঙ্গাবাদের এইরকম নামকরণ করা হয়েছে?
আরোও পড়ুন : পাত্তা পেলনা আমেরিকার হুমকি! ভারত-রাশিয়ার বন্ধুত্বে তৈরি হল নয়া রেকর্ড
আসলে কন্ডোমের উৎপাদন এবং সরবরাহের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে। জানা গিয়েছে, বছরভর কোটি কোটি কন্ডোম তৈরি হয় ঔরঙ্গাবাদে। এই শহরে তৈরি কন্ডোম অনেক দেশে পাঠানোও হয়। সেইসব জায়গার তালিকায় রয়েছে ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার বহু দেশ। ভারতের (India) অর্থনীতির ক্ষেত্রেও কন্ডোম রপ্তানি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রতি মাসে এখানে ১০ কোটিরও বেশি কন্ডোম তৈরি হয়। ভালো পরিকাঠামো, দক্ষ কর্মী, সরকারি নীতির কারণে এখানে কন্ডোম উৎপাদন শিল্প সমৃদ্ধ হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ, সুরক্ষিত যৌন স্বাস্থ্যের জন্য কন্ডোম ভীষণই প্রয়োজনীয়। ফলে, ঔরঙ্গাবাদের এই শিল্প সামাজিকভাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি বহু কর্মসংস্থানেরও কারণ এই শিল্প।