রণবীর-আলিয়ার বিয়েতে মজায় কন্ডোম সংস্থা! ভাইরাল অভিনব কায়দায় পাঠানো শুভেচ্ছা বার্তা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ে তো নয়, যেন যজ্ঞ চলছে। রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) রাজকীয় বিয়ের পর বলিউডের এখন এমনি অবস্থা। বিয়ে মিটে গিয়েছে, রিসেপশনও সারা। তবুও লোকমুখে চর্চায় হেভিওয়েট জুটির বিয়ে। গত ৩ রা এপ্রিল গাঁটছড়া বেঁধেছেন রণবীর আলিয়া। গোটা বলিউড থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। তবে সবথেকে বেশি নজর কেড়েছে একটি কন্ডোম প্রস্তুতকারক সংস্থার শুভেচ্ছা!

গত কয়েক বছরে প্রথম সারির একাধিক তারকার বিয়েতে অভিনব পন্থায় শুভেচ্ছা বার্তা পাঠাতে দেখা গিয়েছে এই সংস্থাকে। এবারে রণবীর অভিনীত ‘অ্যায় দিল হ‍্যায় মুশকিল’ ছবির জনপ্রিয় গান ‘চন্না মেরেয়া’র অনুকরণে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ওই কন্ডোম প্রস্তুতকারক সংস্থা।


ঠিক কী লেখা হয়েছে শুভেচ্ছা বার্তায় যা এত ভাইরাল হয়েছে? চন্না মেরেয়া গানের অন্তরার দুটি লাইনের অনুকরণে বার্তায় হিন্দিতে লেখা, ‘প্রিয় রণবীর ও আলিয়া, মেহফিল মে তেরে হাম না রহে যো, ফান তো নেহি হ‍্যায়’। সূক্ষ্ম কৌতুক মেশানো এই শুভেচ্ছা বার্তা মুহূর্তে ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। নববিবাহিত রণলিয়া জুটির মুখেও কি হাসি ফুটেছে? তা অবশ‍্য জানা যায়নি।

https://www.instagram.com/p/CcVl85YPBR7/?igshid=YmMyMTA2M2Y=

 

প্রসঙ্গত, অভিনেতার ‘বাস্তু’ অ্যাপার্টমেন্টেই বসেছিল তাঁদের বিয়ের আসর। যেন এক রকম হুটোপাটি করেই বিয়ে সারলেন দুজনে। দুই পরিবারের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধবই এসেছিলেন অনুষ্ঠানে। তবে ঐতিহ‍্য এবং রাজকীয়তা বজায় রেখেছিলেন রণবীর আলিয়া।

বিয়ের পর মাত্র কয়েকদিন ছুটি কাটিয়েই ফের কাজে যোগ দেবেন আলিয়া। করন জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে অভিনয় করছেন তিনি। এছাড়াও হলিউডে ‘দ‍্য হার্ট অফ স্টোন’ ছবি দিয়ে ডেবিউও করবেন আলিয়া। তাই ৪০ দিন ধরে চূড়া পরে থাকার প্রথাটা বাদ দেওয়া হয়েছে।

X